হবিগঞ্জ প্রতিনিধি : “বাংলাদেশ জাতীয়তাবাদী দল, হবিগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে শায়েস্তানগর তেমুনিয়া এরিয়াতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মাঝে সচেতনতা মূলক কর্মসূচি পালন করা হয়েছে। মঙ্গলবার (২৪মার্চ) এই কর্মসুচি পালন করে তারা।
উক্ত কর্মসূচিতে সাধারণ মানুষের মাঝে মাস্ক,সাবান এবং হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়। পাশাপাশি মানুষকে সচেতন মূলক পরামর্শ দেওয়া হয়।
এসময় উপস্তিত ছিলেন হবিগঞ্জ জেলা ছাত্রদল শাখার সাংগঠনিক সম্পাদক শাহ রাজীব আহমেদ রিংগন, যুগ্ম সাধারন সম্পাদক গোলাম মাহবুব, মাজহারুল, ইমরান, রোকন, অনি সহ বিভিন্ন শাখার নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দরা বলেন-আসুন যার যার জায়গা থেকে সামর্থ্যনুযায়ী সকলে এই বৈশ্বিক সংকটে সহযোগিতার মনোভাব নিয়ে একে-অন্যের পাশে দাঁড়াই। বিশেষ করে নিম্ন আয়ের ও দরিদ্র মানুষের পাশে দাঁড়াই এবং তাদেরকে সচেতন করতে একসাথে কাজ করে যাই।