স্টাফ রিপোর্টার : হবিগঞ্জে দেড় শতাধিক প্রতিবন্ধী, পথশিশু ও হতদরিদ্র মানুষের মাঝে হবিগঞ্জ জেলা ছাত্রদলের উদ্যোগে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১১মে) বিকেলে শহরের আরডি হল প্রাঙ্গণে এসব বস্ত্র বিতরণ করা হয়। এসময় বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রুবেল আহমেদ চৌধুরী। তিনি বলেন-চলমান লকডাউনের কর্মহীন মানুষদের সহযোগিতা করার জন্য ছাত্রদলের উদ্যোগে বস্ত্র বিতরণ করে অসহায় মানুষের পাশে দাঁড়ানো হিয়েছে ভবিষ্যতে আমাদের সহযোগিতা অব্যাহত থাকবে।

ছবি : হবিগঞ্জে ছাত্রদলের ঈদের উপহার বিতরণ করা হয়েছে
উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সহ-সভাপতি আরিফে রাব্বানী টিটু, মহিবুল ইসলাম সুমন, নূরুল ইসলাম জুয়েল, যুগ্ম সাধারণ সম্পাদক মহিবুল ইসলাম শাওন,শাহ আলম খান, সাইদুর রহমান, আল-আমিন তালুকদার, আব্দুল আজিজ, ক্বারী আব্দুল মতিন, মোস্তাফিজুর রহমান রাসেল, সহ-সাধারন সামছুল হক জুয়েল সম্পাদক আব্দুর রউফ, তাহির আলম,মিনহাজ মিয়া, দপ্তর সম্পাদক নাজমুস সাকিব শুভ, ক্রীড়া সম্পাদক গোলাম বাকি চৌধুরী রাজিব,অর্থ সম্পাদক দেওয়ান শাকিল চৌধুরী,ধর্ম সম্পাদক হাফেজ শরীফ খান চৌধুরী, সদস্য তামিম আহমেদ।
পৌর ছাত্রদলের সদস্য সচিব ইলিয়াছ আলী, সদস্য সিয়াম আহমেদ,পলিটেকনিক ইন্টষ্টিউট ছাত্রদলের আহবায়ক ইমন মিয়া,যুগ্ম আহবায়ক হাসান চৌধুরী, বৃন্দাবন সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম-আহবায়ক আরিফুল ইসলাম, মুহিদুল ইসলাম,জেলা ছাত্রদল নেতা, বিকরাম রাসেল,কলেজ ছাত্রদল নেতা, হৃদয় আহমেদ, পলিটেকনিকাল ইন্সটিটিউট ছাত্রদলের আহবায়ক ইমন মিয়া, যুন্ম-আহবায়ক হাসান চৌধুরী প্রমূখ।