হবিগঞ্জে চোরাই মোটরসাইকেলসহ যুবক আটক : আদালতের মাধ্যমে জেলে প্রেরণ - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাMonday , 7 November 2022
আজকের সর্বশেষ সবখবর

হবিগঞ্জে চোরাই মোটরসাইকেলসহ যুবক আটক : আদালতের মাধ্যমে জেলে প্রেরণ

Link Copied!

হবিগঞ্জে শহরের আনোয়ারপুর থেকে চোরাই মোটরসাইকেলসহ রুবেল চন্দ্র দাস (২৩) নামের যুবককে আটক করেছে পুলিশ। আটককৃত রুবেল চন্দ্র দাস আনোয়ারপুর এলাকায় রুবেল অটো সার্ভিসিং এর মেকানিক। সে লাখাই বুল্লা ইউনিয়নের ভবানীপুর গ্রামের বাসিন্দা ‘অধীর চন্দ্র দাসের ছেলে।

গত ৪ নভেম্বর রাত সাড়ে ১০টার সময় রুবেলকে তার সার্ভিসিং সেন্টার থেকে আটক করে পুলিশ। পরের দিন ৫ নভেম্বর কোর্টের মাধ্যমে তাকে জেলে প্রেরণ করা হয়। এ ঘটনায় মোটর সাইকেলের মালিক রিপন মিয়া দুই জনকে আসামি করে সদর থানায় মামলা দায়ের করেছেন।

মোটরসাইকেল চুরির মূলহোতা মোঃ হৃদয় চৌধুরী এখনো পলাতক আছে।পলাতক হৃদয় লুকড়া ইউনিয়নের ফান্দ্রাইল গ্রামের বাসিন্দা উজ্জল মিয়া চৌধুরীর ছেলে।

মামলার বিবরণে জানা যায় , গত ১৩ অক্টোবর রাত সাড়ে ৯টার সময় আসেরা গ্রামের বাসিন্দা শিশু মিয়ার ছেলে মোটর সাইকেলের মালিক মোঃ রিপন মিয়া তাদের বসত বাড়ির উঠোনে রানার চিতা মোটরসাইকেলটি রেখে ভিতরে যান।

পরবর্তীতে তার ব্যক্তিগত কাজ সেরে রাত এগারোটার দিকে বেরিয়ে দেখেন উঠোনে মোটরসাইকেলটি নেই কে বা কারা নিয়ে গেছে। এরপর অনেক খোঁজাখুঁজির পরও কোনো সন্ধান পাওয়া যায়নি। খুঁজাখুঁজির এক পর্যায়ে গত ১ নভেম্বর আনোয়ারপুর বাইপাস রোডে অবস্থিত রুবেল অটো সার্ভিসিং সেন্টারে রিপন মিয়া তার ব্যবহৃত মোটরসাইকেলটি দেখতে পান।

এরপর হবিগঞ্জ সদর মডেল থানার পুলিশকে অবগত করলে কোর্ট ষ্টেশন পুলিশ ফাঁড়ির এস.আই পিঞ্জ মোঃ কাওছার মাহমুদ তোরন সঙ্গীয় ফোর্সসহ আনোয়ারপুর বাইপাস রোড সংলগ্ন রুবেল অটো সার্ভিসিং সেন্টারে তল্লাশী তল্লাশি চালিয়ে মোটর সাইকেলসহ প্রতিষ্ঠানের মালিক রুবেল চন্দ্র দাশকে আটক করে।

পরে রুবেল পুলিশের কাছে জানায় সে হৃদয় চৌধুরীর কাছ থেকে মোটরসাইকেলটি কিনে রেখেছে। উল্লেখ্য হৃদয় মেম্বার জিল মিয়া চৌধুরী ও লাউছ মিয়া চৌধুরীর ভাতিজা সে তাদের নাম ভাঙ্গিয়ে এলাকায় একের পর এক অপকর্ম করছে বলে অভিযোগ মামলার বাদীর।