হবিগঞ্জে চুরি যাওয়া ত্রাণের টিন উদ্ধার : গ্রেফতার-৫ - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাSaturday , 20 April 2024
আজকের সর্বশেষ সবখবর

হবিগঞ্জে চুরি যাওয়া ত্রাণের টিন উদ্ধার : গ্রেফতার-৫

Link Copied!

দুস্থ মানুষের ত্রাণের টিন চুরির ঘটনার জড়িত থাকার অভিযোগে ৫জনকে গ্রেফতার ও চুরি যাওয়া ৮৭ পিস টিন উদ্ধার করেছে হবিগঞ্জ সদর থানা পুলিশ। গত বৃহস্পতিবার (১৮এপ্রিল) হবিগঞ্জ শহরের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেফতার করা হয়।

হবিগঞ্জ সদর থানা পুলিশ জানায়, হবিগঞ্জ সদর উপজেলার গোপায়া গ্রামের গোডাউনের দরজা ভেঙ্গে গত ১৭ এপ্রিল দুস্থ মানুষের জন্য বরাদ্দ ৮৭ পিস টিন ত্রাণের টিন চুরি করে নিয়ে দুবৃত্তরা। পরে এ ঘটনায় চুরি যাওয়া সরকারি সম্পদ উদ্ধারে অভিযানে নামে হবিগঞ্জ সদর থানা পুলিশ।

এ সময় চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগে শহরতলীর বড় বহুলা গ্রামের আব্দুল আহাদের পুত্র জবরু মিয়া (২৪), মৃত মোতালিব মিয়ার পুত্র সাইদুল (২৬), পশ্চিম ভাদৈ এলাকার মর্তুজ আলীর পুত্র রোমান মিয়া (৪০), জাহাঙ্গীর মিয়ার পুত্র আল আমিন (২৩) এবং আব্দুল মতলিবের পুত্র মিজানুর রহমান (২৬) কে গ্রেফতার করা হয়। এ ব্যাপারে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।