অঞ্জন রায়: হবিগঞ্জ জেলার পৌর এলাকার ৬ নং ওয়ার্ডে চুরি-ডাকাতি মাদক প্রতিরোধে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। হবিগঞ্জে প্রতিনিয়ত বাড়ছে চুরি ডাকাতি। সাম্প্রতিক সময়ে ঘটছে অহরহ ঘটনা । বাসার গ্রিল কাটা চোর দল, ছিনতাইকারীর উৎপাত। তাই বাসা ফিরে মানুষ থাকে উৎকণ্ঠায়।
এ অবস্থায় নগরীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও সার্বিক নিরাপত্তা জোরদারে কার্যকর ব্যবস্থা গ্রহণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন এলাকার সুশীল সমাজ। শুক্রবার(১৭সেপ্টম্বর) সন্ধ্যায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
নগরীতে গ্রিল কাটা চোর চক্র, ছিনতাইকারী ও ডাকাতদের উপদ্রব ঠেকাতে বিশেষ উদ্যোগ নিয়েছে পুলিশ। সড়কে টহলের পাশাপাশি আবাসিক এলাকাগুলোতে নজরদারি বৃদ্ধি করা হবে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা।
উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন এস এ সৌকত, প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর থানার ওসি মাসুক আলী, এসময় উপস্তিতি ছিল পৌর এলাকার গোসাইপুর, মুসলিম কোয়ার্টার, নিউ মুসলিম কোয়ার্টার, আশকরনগরসহ এলাকার সুশীল সমাজ,ও ৬ নং ওয়ার্ড এর বতর্মান কমিশনার টিপুসহ গন্যমান্য ব্যাক্তির উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্য কালে হবিগঞ্জ সদর থানার ওসি মাসুক আলী বলেন, চুরি ডাকিতি প্রতিরোধে কমিটি গঠন করা হবে আমাদের প্রশাসনিক নজধারি জোরদার থাকবে।