আব্দুল আউয়াল, হবিগঞ্জ সদরঃ হবিগঞ্জ জেলা প্রশাসকের নির্দেশনায় সাধারণ ছুটির কারণে গৃহে অবস্থানকারী সাধারণ শ্রমজীবী, দিনমজুর, রিকশাচালক, ভ্যানচালক, পরিবহন শ্রমিক, ফেরিওয়ালা, চায়ের দোকানদার, ভিক্ষুক, ভবঘুরে ও অন্যান্য সকল কর্মহীন মানুষের জন্য ওএমএস কে কার্ডের মাধ্যমে ১০ টাকা কেজি দরে চাল বিক্রির জন্য নির্দেশনা দেওয়া হয়।
রবিবার (৩ মে) শায়েস্তানগর তেমুনিয়া বাজারে ওএমএস এর ১০ টাকা দরে চাল বিক্রি শুরু হয়। বিকাল ৩.০০ টা সরেজমিনে গিয়ে দেখা যায়- করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে নিরাপদ দূরত্বে থাকার নির্দেশনা থাকলেও ১০ টাকা কেজি চাল কিনতে গিয়ে মানছেন না কেউ দূরত্ব। প্রচুর মানুষ ভিড় জমাচ্ছেন। বিশৃঙ্খলা এড়াতে কোন নিরাপত্তা কর্মী বা স্বেচ্ছাসেবকও ছিলেন না।
চাল কিনতে আশা এক ব্যক্তির দৈনিক আমার হবিগঞ্জকে জানান- যারা চাল কেনার যোগ্য না তারাও চাল কিনতে আসছেন। এর ফলে মানুষের ভিড় কমানো যাচ্ছে না। নিরাপত্তা কর্মী বা স্বেচ্ছাসেবক থাকলে হয়তো সামাজিক দূরত্ব নিশ্চিত করা যেত।