কাকলি আক্তার, হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জের জেলা প্রশাসন ও জেলা চাল কল মালিক সমিতির উদ্যোগে সকল হতদরিদ্র রিক্সা চালকদের মাঝে চাল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬মার্চ) জেলার পুরাণ মুন্সেফি এলাকায় চাল বিতরণ করেন হবিগঞ্জ জেলার সুযোগ্য জেলা প্রশাসক মো:কামরুল হাসান।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চাল বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যাহ পৌর মেয়র মিজানুর রহমান মিজান।পর্যায়ক্রমে শহরের বিভিন্ন এলাকায় চাল বিতরণ করা হয়।
কোনো আনুষ্ঠানিকতা ছাড়াই শুধু সকল রিক্সা চাকদের মাঝে এই চাল বিতরণ করা হয়। এবং ঘর থেকে বাহির না হতে নির্দেশনা প্রদান করেন জেলা প্রশাসক মো: কামরুল হাসান সহ অন্যান্য নেতৃবৃন্দ।