করোনার ছোবলে পুরো দেশ যখন বিপর্যস্ত, বেঁচে থাকা দায় হয়ে দাড়াচ্ছে। সরকার, প্রশাসন ও আইনশৃঙ্খলাবাহিনী যখন করোনা নিয়ন্ত্রনে হিমশিম খাচ্ছে ঠিক তখনই ছোটখাট বিষয়েও হত্যাকাণ্ডে মেতে উঠেছে হবিগঞ্জের মানুষ।
ধর্ষন এবং আত্মহত্যা তো লেগেই আছে। গত ৪ মাসে জেলায় ৩২টি খুনের ঘটনা ঘটেছে। যদিও অধিকাংশ খুনের ঘটনাতে আসামি গ্রেফতার হয়েছে তবুও পারিবারিক ছোটখাট বিষয়াদি নিয়ে এসব খুনের ঘটনা ভাবিয়ে তুলেছে পুলিশ প্রশাসনকে। করোনা মোকাবেলার পাশাপাশি এসব অপরাধ দমনে স্বাস্থ্যবিধি মেনে বিট পুলিশিং কার্যক্রম আরও জোরালো করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
জেলা পুলিশের দেয়া তথ্যে জানা গেছে, মার্চ-জুন পর্যন্ত চার মাসে ৩২টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এর মধ্যে মার্চ মাসে ১০টি, এপ্রিল মাসে ৮ টি, মে মাসে ১০টি এবং জুন মাসে ৪টি খুনের ঘটনা ঘটেছে। তবে জুন মাসের ৪টির মধ্যে ২টি হত্যাকাণ্ড কিনা তা এখনও নির্ধারণ করা সম্ভব হয়নি। রহস্য উদঘাটনে কাজ চলছে।
তাছাড়া চার মাসে জেলায় বড় ধরনের কোনো সংঘর্ষের ঘটনা ঘটেনি। তবে ছোটখাটো বেশ কয়েকটি সংঘর্ষের হয়েছে। যার বেশিরভাগই বানিয়াচং, আজমিরীগঞ্জ, নবীগঞ্জ, বাহুবল ও চুনারুঘাট উপজেলায়। এসব সংঘর্ষে কয়েকশ লোক আহত হলেও কেউ নিহত হয়নি। আর জেলার ৯ উপজেলার মধ্যে সবচেয়ে বেশি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে লাখাই ও মাধবপুর উপজেলায়।
এদিকে হত্যাকান্ডের ঘটনায় সচেতন মহলে উদ্বেগ দেখা দিয়েছে। অনেকে দাবি করছেন জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে। যার ফলে সহসাই ঘটেছে এসব খুনের ঘটনা।
জেলা পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা জানান, হবিগঞ্জ জেলা একটি দাঙ্গাপ্রবণ এলাকা হিসেবে পরিচিত ছিল। অতীতে এখানে ২/৫ টাকা নিয়েও অনেক বড় বড় দাঙ্গা হয়েছে। এসব দাঙ্গায় অসংখ্য লোকের প্রাণ গেছে।
তিনি বলেন, ‘করোনার কারণে আইনশৃঙ্খলা পরিস্থির অবনতি হয়েছে সেটা বলা যাবে না। দাঙ্গার ঘটনায় এসব হত্যাকান্ডে সংগঠিত হয়নি। অধিকাংশ হত্যাকান্ডেই ঘটেছে মূলত পারিবারিক কলহের জেরে।’