হবিগঞ্জে চারুকন্ঠ শিল্পাঙ্গন এর ৮ম বর্ষ উদযাপন - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাSaturday , 5 October 2024
আজকের সর্বশেষ সবখবর

হবিগঞ্জে চারুকন্ঠ শিল্পাঙ্গন এর ৮ম বর্ষ উদযাপন

Link Copied!

নানান আয়োজন ও ব্যাপক উৎসাহ উদ্দীপনায় চারুকন্ঠ শিল্পাঙ্গন এর ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। শুক্রবার (৩অক্টোবর) সন্ধ্যায় স্থানীয় সুরবিতান ললিতকলা একাডেমিতে উক্ত অনুষ্ঠান পালিত হয়। চারুকন্ঠ শিল্পাঙ্গন এর শিল্পীদের পরিবেশনায় ছিল কবিতা, গান, মুক্তলোচনা, নাটিকা, নিত্যগীত।

এসময় বক্তারা বলেন, মঞ্চই হোক শিশুদের আলোক সন্ধানের দিশারী। আলোকিত মানুষ গড়তে হলে পড়লেখার পাশাপাসি পরিসুদ্ধ জ্ঞানের চর্চায় সুন্দরের আকুলতা থাকতে হবে হৃদয় জুড়ে। মনুষ্যত্বের আলোকে আলোকিত হবে, সংস্কৃতিই পারে একটি জাতির আলোকের দিশারী।

সাধারণ সম্পাদক গৌরী রায় এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠান পরিচালিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপদেষ্টা মন্ডলীর সদস্য আবুল ফজল, হবিগঞ্জ জেলা শাখা উদীচি এর সভাপতি বন্ধু মঙ্গল রায়, কবি ও সাহিত্যিক সিদ্দিকী হারুণ, শব্দকথা প্রকাশন এর প্রতিষ্ঠাতা মনসুর আহমেদ, সাংস্কৃতিক কর্মী জান্নাত রিভু, সাংস্কৃতিক কর্মী ও আবৃত্তিকার অজয় রায়, সুরসায়র সঙ্গীত বিদ্যায়তন এর প্রতিষ্ঠাতা বন্যা রায়, নাট্যকর্মী জুবায়েদ হোসেন, সংগীত শিল্পী শ্রাবনী রায় প্রমুখ।

আলোচনা পর্ব শেষে শিশুশিল্পীদের একক ও দ্বৈত পরিবেশনায় মুখরিত হয়ে উঠে। বর্ষপূর্তিতে শিশু-কিশোর, আমন্ত্রিত অতিথি ও অভিভাবকগণদের নিয়ে কেক কাটার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্ত হয়।
চারুকন্ঠ শিল্পাঙ্গনের সাবেক সভাপতি অজয় রায় তার ব্যপ্তিতে জানান, শুরুতেই আমারা গুটিকয়েক সংস্কৃতিকমনা প্রিয়ভাজনদের নিয়েই এর পদযাত্রা। এখানে সকলের অক্লান্ত শ্রম ও শিল্প সাহিত্যের প্রতি ভালবাসাই মূল কেন্দ্রবিন্দু। নতুন প্রজন্মের নিকটে বাংলা সাহিত্যেকে সঠিক শিল্প সাহিত্য ও সংস্কৃতির প্রতি আগ্রহ করতেই আমাদের যাত্রা। হাজার বছর পথ চলবে চারুকন্ঠ তার আপন মহিমায়।