গত বছরের অক্টোবরে হবিগঞ্জ সদর উপজেলার দৌলতপুর গ্রামে সুরুজ আলী নামের এক ব্যক্তির হত্যার ঘটনায় দায়ের করা মামলায় মহন মিয়া নামের এক এজাহারভুক্ত আসামি র্যাবের অভিযানে গ্রেফতার হয়েছে। ২৭ বছর বয়সী মহন মিয়া দুর্লভপুর গ্রামের মৃত ইদ্রিস মিয়ার পুত্র।
র্যাব সুত্রে জানা যায়, শনিবার (২২জানুয়ারি) বেলা আড়াইটার সময় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-০৯, সিপিসি-১, হবিগঞ্জ এর একটি আভিযানিক দল লেঃ কমান্ডার মোহাম্মদ নাহিদ হাসান এর নেতৃত্বে হবিগঞ্জ জেলার মাধবপুর থানাধীন মাধবপুর বাজার এলাকা হতে চাঞ্চল্যকর হত্যা মামলার এজাহার নামীয় দীর্ঘদিন পলাতক এ আসামীকে গ্রেফতার করে।
গ্রেফারকৃত আসামী’কে হবিগঞ্জ জেলার সদর থানার মামলা নং ১৬/১৯২, তারিখ ২৪/১০/২০২১, ধারাঃ-৩৪১/৩০২/৩৪ পেনাল কোড মূলে হবিগঞ্জ সদর থানায় হস্তান্তর প্রক্রিয়া চলমান রয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত বছরের ১৯ অক্টোবর রাতে এজাহারভুক্ত আসামীরা সুরুজ আলী কে মারপিট ও শ্বাসরোধ করে হত্যা করে । এরপর দুর্লভপুর গ্রামের চৌমুহনী রাস্তা সংলগ্ন জনৈক জিলু মিয়ার দোকানের সামনে তার লাশ পাওয়া যায়।
এ ঘটনায় সুরুজ আলীর নিকটাত্মীয় মোঃ মনতাজ মিয়া বাদী হয়ে ৯ জনকে আসামি করে হবিগঞ্জ সদর থানায় মামলা দায়ের করেন।
এ ব্যাপারে বাদী মনতাজ মিয়ার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, এ মামলার ভিকটিম ও আসামীগণ পরস্পর আত্মীয়।
আসামি গ্রেফতারের খবর এখনো পাননি। তিনি এ ঘটনায় ন্যায়বিচার প্রত্যাশা করেন।