হবিগঞ্জে চাঞ্চল্যকর সাইফুল হত্যার সাথে জড়িত সন্দেহে গ্রেফতার ১ - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাSaturday , 1 January 2022
আজকের সর্বশেষ সবখবর

হবিগঞ্জে চাঞ্চল্যকর সাইফুল হত্যার সাথে জড়িত সন্দেহে গ্রেফতার ১

Link Copied!

এম.এ.রাজা।।  হবিগঞ্জ ২৫০ শয্যা সদর আধুনিক হাসপাতালের ল্যাব টেকনোলজিস্ট সাইফুল হত্যার সাথে জড়িত সন্দেহে সুমন মিয়া নামের একজনকে গ্রেপ্তার করেছে হবিগঞ্জ সদর থানা পুলিশ।

ছবি : পুলিশের হাতে আটক সুমন 

শুক্রবার (৩১ শে ডিসেম্বর) রাত ১১ টার সময় উমেদনগর এলাকা থেকে তাকে হবিগঞ্জ সদর থানা পুলিশের একটি স্পেশাল টিম মোঃ সুমন মিয়া (২২) নামের ওই যুবককে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত ওই যুবক বানিয়াচং উপজেলার ৩নং ইউনিয়নের মিয়াখানী মহল্লার মোঃ আব্দুল হান্নানের ছেলে।

এর আগে গত বৃহস্পতিবার ৩০ শে ডিসেম্বর রাত ১১টায় অজ্ঞাত কয়েকজনকে আসামি করে হবিগঞ্জ সদর থানায় মামলা দায়ের করেন নিহত সাইফুল ইসলামের বোন লুৎফুন্নেছা শেফু।

মামলার বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুক আলী।

উল্লেখ্য,গত মঙ্গলবার (২৮ডিসেম্বর) দুপুর ১টা ৩০ মিনিটের সময় হবিগঞ্জ শহরের টাউন হল এলাকার স্পোর্টস গ্যালারির সামনে দিয়ে রিক্সা করে যাওয়ার সময় সাইফুল ইসলামকে হঠাৎ করে পূর্ব থেকে হুত পেতে থাকা একদল দুর্বৃত্তরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে এলোপাতাড়ি আঘাত করতে থাকে। এতে গুরুতর আহত হয়ে সাইফুল মাটিতে লুটিয়ে পড়ে ।

এসময় সাইফুলকে গুরুতর জখম করে দুর্বৃত্তরা দৌড়ে পালিয়ে যায় । পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সাইফুলের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে প্রেরণ করেন।

সিলেট মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছানোর আগেই গুরুতর আহত সাইফুল এর মৃত্যু হয়।নিহত সাইফুল ইসলাম মাধবপুর উপজেলার মনতলা গ্রামের বাসিন্দা নজরুল ইসলামের ছেলে।

ঘটনার পর থেকে এখন পর্যন্ত পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি । এ নিয়ে সমাজের বিভিন্ন স্তরের সচেতন মানুষ এক হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক সহ বিভিন্ন মাধ্যমে প্রতিবাদের ঝড় তুলেছেন।