হবিগঞ্জে চা’এর ফলনে রেকড: উৎপাদিত চা বিক্রি করতে না পেরে হতাশ বাগান কতৃপক্ষ - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাThursday , 21 May 2020
আজকের সর্বশেষ সবখবর

হবিগঞ্জে চা’এর ফলনে রেকড: উৎপাদিত চা বিক্রি করতে না পেরে হতাশ বাগান কতৃপক্ষ

Link Copied!

আবেদ আলী,চুনারুঘাট প্রতিনিধি ।। হবিগঞ্জের ২৪ টি চা বাগানে এবার চায়ের ফলন ভালো হয়েছে যার লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১ কোটি ৪০ লক্ষ কেজি,তবে ভালো ফলন হবার পরেও উৎপাদিত চা বিক্রি করতে না পেরে হতাশ বাগান কতৃপক্ষ।তারা বলছেন, আবহাওয়া ভালো থাকায় রেকড পরিমাণ ফলন হয়েছে। এবার ফলন বেশি হওয়ার কারণে দাম বেশি পাওয়ার আশা করছিলেন কতৃপক্ষ।কিন্তু করোনার কারণে চা বিক্রি করতে পারছে না কতৃপক্ষ।এতে ক্ষতির মুখে পড়েছে বাগান কতৃপক্ষ।সংকটের কারণে বাগানে দিতে পারছেন না কীটনাশক,সার সহ অন্যান্য ঔষধ।এতে ক্ষতি হচ্ছে চা বাগান গুলোর।

লকডা্উন ও করোনার কারণে নিলামে তুলা যাচ্ছে না চা।এতে আর্থিক সংকটে পড়েছেন মালিকরা ।চা বিক্রি করতে না পারলে এ শিল্পকে বাচাঁনো কঠিন হবে বলে মনে করেন মালিকরা। সুরমা চা বাগানের সহকারী ব্যবস্থাপক মলয় রায় জানান,এ বছর চা ভালো উৎপাদন হলেও বিক্রি করা যাচ্ছে না।যার কারণে আথিক সমস্যায় পড়তে হচ্ছে।করোনার কারণে পাইকার না আসায় নিলামে তুলা যাচ্ছে না চা যার কারণে আথিক সংকট বাড়ছে বলে তিনি জানান।

তারা আরও বলেন, চা বিক্রি করতে না পারার কারণে চা শ্রমিকদের বেতন দিতে তাদের হিমশিম খেতে হচ্ছে। তবে চা শ্রমিকদের কথা চিন্তা করে শত প্রতিকূলতার মাঝেও চা শ্রমিকদের বেতন পরিশোধ করা হচ্ছে ।এতে মালিক পক্ষ ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে তাদের দাবি। তবে বাগান কতৃপক্ষরা মনে করেন,আগামী দিনগুলোতে যদি চা উৎপাদন দ্রুত গতিতে শুরু হয় এবং ভালো দাম পাওয়া যার তবে এ ক্ষতি পোষিয়ে নওয়া সম্ভব বলে মনে করেন।তাদের আশা এ শিল্পকে টিকিয়ে রাখতে সরকার সব ধরনের ব্যবস্থা নিবে।