চিকিৎসা সেবার নামে সিন্ডিকেট তৈরি করে ভয়ঙ্কর কর্মকান্ড চালিয়ে যাচ্ছেন ডাক্তার এসকে ঘোষ ও কতিপয় হাসপাতাল মালিক । টাকা নিয়েও চিকিৎসায় অবহেলা, নেশাগ্রস্থ হয়ে চিকিৎসা সেবা প্রদানসহ আরও নানা অভিযোগ রয়েছে ডাক্তার এসকে ঘোষের বিরুদ্ধে।
সরকারি চাকুরী থেকে অবসরে গিয়ে বয়সের ভারে ন্যুব্জ হলে অতিরিক্ত টাকার লালসায় মনগড়া চিকিৎসা সেবা দিয়ে আসছেন তিনি। এই ডাক্তারের লালসার শিকার হয়ে কেউ চিরতরে পঙ্গু হয়েছেন আবার কেউ হারিয়েছেন ভিটে বাড়ি।
সাম্প্রতিক চিকিৎসা সেবায় অনিয়মের তথ্যানুসন্ধানে দৈনিক আমার হবিগঞ্জের হাতে আসে কিছু চাঞ্চল্যকর তথ্য। জানা যায়, চিকিৎসা সেবায় সরাসরি খেয়ালিপনা করেন ডাক্তার এসকে ঘোষ ওরফে মসর কুমার ঘোষ।
সিজারের পর পেটের ভেতরে রক্ত পরিস্কার করা (মফস) কাপড় এবং কাঁচি রেখে প্রসূতীকে সেলাই করার একাধিক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। হবিগঞ্জ শহরের চাঁদের হাসি হাসপাতালে সিজারের সময় প্রসূতির পেটে গজ রেখে সেলাই করার ঘটনায় তার বিরুদ্ধে একবার তদন্ত কমিটিও গঠন করা হয়েছে।
হবিগঞ্জের সাবেক ডেপুটি সিভিল সার্জন ডাক্তার সত্যজিৎ কুমার সাহার নেতৃত্বে ওই সময়ে তিন সদস্যের তদন্ত কমিটির বাকি সদস্যরা ছিলেন চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার গোলাম মহিউদ্দিন আহমেদ ও সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার দেলোয়ার হোসেন চৌধুরী। কৌশলে ওই তদন্ত থেকেও পার পেয়ে যান তিনি।
সম্প্রতি একই অভিযোগে গত ৮ মে হবিগঞ্জ সিভিল সার্জন বরাবরে আরেকটি লিখিত অভিযোগ দায়ের করেন ফেরদৌসী আক্তার নামে অপিচিকিৎসার শিকার ভুক্তভোগী আরেক নারী। তবে শত অভিযোগ থাকলেও নির্দ্বিধায় হবিগঞ্জের প্রাইভেট হাসপাতাল দাপিয়ে বেড়াচ্ছেন এই ডাক্তার।
সর্বশেষ রহিমা খাতুন নামে এক নারীর কিডনি কর্তনের অভিযোগে জেল হাজতে আছেন ডাক্তার এসকে ঘোষ। এদিকে অন্য আরেকটি সুত্র জানায়, বয়স বেশী এবং নেশাগ্রস্থ থাকার সুবাদে ডাক্তার এসকে ঘোষকে ইচ্ছেমত ব্যবহার করেন প্রাইভেট হাসপাতালের মালিকরা।
অপারেশন থিয়েটায়ে প্রবেশের আগে কোন কোন প্রাইভেট হাসপাতালে কিছু নির্ধারিত শর্ত থাকত তার। পরিমানমত নেশা হলে টাকা পয়সার না নিয়ে কাজ সারতেন এসকে ঘোষ। এতে অপচিকিৎসাই বেশী হয়।
হবিগঞ্জের প্রাইভেট হাসপাতালগুলোর মূল বানিজ্য সিজার। প্রয়োজনে-অপ্রয়োজনে সিজারটাকেই প্রাধান্য দেন তারা। শতকরা ৯০ভাগ সিজার করে থাকেন ডাক্তার এসকে ঘোষ।
মামলাসহ নানা অপকর্মে জড়িয়ে পড়ায় মায়াত্বকভাবে বেকায়দায় পড়েছেন তারা। ডাক্তার এসকে ঘোষের জন্মস্থান ফরিদপুর জেলায়। তার বাবার নাম মৃত লৌহরাম ঘোষ। জাতীয় পরিচয়পত্র অনুযায়ী তার বয়স ৬২ বছরের বেশী। তিনি ২০১৯ সালের ১৩ জানুয়ারী সরকারি চাকুরী থেকে অবসরে যান।