আব্দুল আউয়াল : শুক্রবার (৫ জুন) হবিগঞ্জ শহরের মাছুলিয়া গ্রামের শীলপাড়া নিবাসী ওমর শীল (৫০) এর বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। তাৎক্ষণিক এলাকাবাসীর সহায়তায় বিস্ফোরণকৃত সিলিন্ডারের আগুন দমন করা হয়। এসময় খবর পেয়ে ফায়ার সার্ভিস দমকল বাহিনীরা দ্রুত এসে পরিদর্শন করেন।
জানা যায়, ওমর শীলের বাসা থেকে কিছু দূর ছিল রান্নারুম। সিলিন্ডার বিস্ফোরণ দ্রুত দমন করায় বড় ধরনের কোন দূর্ঘটনা ঘটেনি।
এসময় কেউ অাহত বা দগ্ধ হয়নি এবং কোন ক্ষতিগ্রস্থ হয়নি।
এসময় উপস্থিত ছিলেন, শহরের ৯নং ওয়ার্ড কাউন্সিলর শেখ মোঃ উম্মেদ আলী শামীম ও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তাবৃন্দ।

কাউন্সিলর শেখ মোঃ উম্মেদ আলী শামীম দৈনিক আমার হবিগঞ্জ কে বলেন এলাকারবাসীর সহায়তায় দ্রুত আগুন নিভানো হয়েছে। গ্যাসের চুলা বিস্ফোরণে প্রাণ যাচ্ছে বহু মানুষের। যেহেতু সিলিন্ডারের গ্যাস খুব বেশি চাপে তরল করে প্রবেশ করানো হয়, তাই এটির বিস্ফোরণও খুব মারাত্মক হয়। এর বিস্ফোরণ হলে শকওয়েভ ছড়িয়ে পড়ে। এ শকওয়েভ শরীরের যেখানেই লাগুক না কেন, তা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়ে যায়। যাদের বাসায় সিলিন্ডার গ্যাস আছে প্রত্যেকে সচেতন থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করছি