হবিগঞ্জে গ্যাস সরবরাহ কমে যাওয়ায় জেলার প্রান-আরএফএল, স্কয়ার ডেনিম, সায়হাম টেক্সটাইল, পাইওনিয়ার
ডেনিম সহ ২২ টি শিল্প কারখানার উল্লেখযোগ্য পরিমাণ উৎপাদন কমে গেছে।
গ্যাসের সহজ প্রাপ্তির সুযোগ থাকায় এসব শিল্প কারখানা হবিগঞ্জ জেলার অলিপুর ও মাধবপুরে স্থাপন করা হলেও এখন এটিই বুমেরাং হয়ে দাঁড়িয়েছে।
হবিগঞ্জে গ্যাস সরবরাহের দায়িত্বে নিয়োজিত জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন লিমিটেড
এখন চাহিদা অনুযায়ী শিল্প কারখানায় গ্যাস সরবরাহ করতে পারছে না।
এ ব্যাপারে গত ১৪ আগস্ট জালালাবাদ গ্যাসের কর্মকর্তাদের সাথে স্কয়ার ডেনিম লিমিটেড, প্রান-আরএফএল, সায়হাম গ্রুপ, পাইওনিয়ার ডেনিম লিঃ সহ হবিগঞ্জের শীর্ষস্থানীয় শিল্প কারখানার কর্মকর্তাদের বৈঠক হয়। বৈঠকে নিরবিচ্ছিন্নভাবে গ্যাস সরবরাহের দাবি জানালেও এ ব্যাপারে কোন আশানুরূপ সাড়া দিতে পারেনি জালাবাদ গ্যাস কর্তৃপক্ষ।
এ বিষয়ে কয়েকদিন লিমিটেডের প্রশাসন শাখার ব্যবস্থাপক আবদুল্লাহ বাবুল জানান, ইতিমধ্যেই গ্যাসের অভাবে তাদের কারখানার প্রায় অর্ধেক উৎপাদন কাজ বন্ধ রয়েছে।
আগামী তিন চার দিনের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক না হলে কারখানাটির উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে যাবে। বর্তমান অবস্থায় প্রতিদিন প্রায় এক কোটি টাকা ক্ষতি হচ্ছে তাদের।
সরেজমিনে দেখা যায়, স্কয়ার ডেনিম লিমিটেডের স্পিনিং বিভাগ পুরোপুরি বন্ধ রয়েছে, এতে করে এ শাখার ৫৫০
জন লোক কর্মহীন হয়ে পড়েছে, ডেনিম বিভাগের ডাইং ও ফিনিশিং এর ৫০ শতাংশ কাজ বন্ধ হওয়ায় এ শাখায় কর্মরত ১৫০০ লোকের মধ্যে ৭৫০ জন লোক কর্মহীন দিন কাটাচ্ছে।
প্রাণ-আরএফএল গ্রুপ, সায়হাম টেক্সটাইল, পাইওনিয়ার ডেনিম সহ হবিগঞ্জের সব কয়টি শিল্প কারখানায় একই চিত্র বিরাজ করছে। প্রায় প্রতিটিতেই ইতিমধ্যে প্রায় অর্ধেক উৎপাদন বন্ধ রয়েছে।
স্কয়ার ডেনিমের কর্মী শম্পা দেব ও লিমা আক্তার জানান, এভাবে দীর্ঘদিন কর্মহীন অবস্থায় থাকলে স্থায়ী ভাবে কাজ হারানোর আশঙ্কা রয়েছে তাদের।
জানা যায়, শতভাগ রপ্তানি মুখি শিল্প প্রতিষ্ঠান স্কয়ার ডেনিম লিমিটেড, সায়হাম টেক্সটাইল, পাইওনিয়ার ডেনিম লিমিটেড ও প্রাণ-আরএফএল এর ডেনিম বিভাগ সময়মতো বিদেশি ক্রেতাদের চাহিদা অনুযায়ী পণ্য সরবরাহ করতে না পারলে ভবিষ্যতে কার্যাদেশ পাওয়া নিয়ে আশঙ্কা রয়েছে।
এছাড়াও ২২ টি শিল্প কারখানা দেশের অর্থনীতিতে সরাসরি অবদান রাখায় উৎপাদন বন্ধ হলে অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।
এ বিষয়ে জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী শোয়েব আহমেদ মতিনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, সারা দেশেই লোড এলোকেশন হচ্ছে, এ কারণে হবিগঞ্জেও গ্যাস সরবরাহ কিছুটা কমেছে। সবারই জ্বালানি সাশ্রয় করা দরকার।