হবিগঞ্জে গণঅধিকার পরিষদের সদর উপজেলার কর্মী সভা অনুষ্ঠিত - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাThursday , 16 March 2023
আজকের সর্বশেষ সবখবর

হবিগঞ্জে গণঅধিকার পরিষদের সদর উপজেলার কর্মী সভা অনুষ্ঠিত

এম এ রাজা
March 16, 2023 9:14 am
Link Copied!

নবগঠিত গণঅধিকার পরিষদ হবিগঞ্জ সদর উপজেলার ১ম কর্মী সভা গতকাল (১৫ মার্চ) বুধবার বিকাল ৪টায় হবিগঞ্জ জেলা প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক ও হবিগঞ্জ জেলার আহ্বায়ক এডভোকেট চৌধুরী আশরাফুল বারী নোমান।

এসময় তিনি বলেন, এদেশের রাজনীতির গুনগত মান পরিবর্তনে আমরা এদেশের জনসাধারণকে সাথে নিয়ে লড়তে চাই। রাজনীতির মাঠে যে দুবৃত্তায়ন চলছে, সেই জড়তা ভেঙ্গে জনগণের অধিকার ফিরিয়ে দিতে এবং ঘুণে ধরা সমাজ ও রাষ্ট্র ব্যবস্থার আমূল পরিবর্তনের স্বার্থে গণঅধিকার পরিষদকে দেশের প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দিতে হবে।

সভায় গণঅধিকার পরিষদ হবিগঞ্জ সদর উপজেলার আহ্বায়ক লোকমান হোসেনের সভাপতিত্বে ও সদস্য সচিব মনিরুল ইসলাম হিরার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য ও হবিগঞ্জ জেলার সদস্য সচিব আবুল হোসেন জীবন, গণঅধিকার পরিষদ হবিগঞ্জ জেলার যুগ্ম আহ্বায়ক সিরাজুল ইসলাম, গণঅধিকার পরিষদ পৌর শাখার আহ্বায়ক এডভোকেট আব্দুল মালেক হৃদয়, গণ‌‌অধিকার পরিষদ হবিগঞ্জ সদর উপজেলার যুগ্ম আহ্বায়ক মাওলানা ফরিদ আহমেদ, যুগ্ম আহ্বায়ক শফিক মিয়া, যুগ্ম সদস্য সচিব‌ মোঃ মানিক মিয়া, গণঅধিকার পরিষদ নবীগঞ্জ পৌর শাখার সদস্য সচিব এখলাস আহমেদ।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,পেশাজীবী অধিকার পরিষদ হবিগঞ্জ জেলার আহ্বায়ক ইঞ্জিনিয়ার আতাউর রহমান রাসেল, ছাত্র অধিকার পরিষদ হবিগঞ্জ জেলার সভাপতি রাসেল আহমেদ, দপ্তর সম্পাদক মাহদী হাসান, যুব অধিকার পরিষদ হবিগঞ্জ সদর উপজেলার আহ্বায়ক হান্নান পাটোয়ারী, যুগ্ম আহ্বায়ক সুজন রাসেল, যুব অধিকার পরিষদ নবীগঞ্জ উপজেলার যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আব্দুল্লাহ, শ্রমিক অধিকার পরিষদ হবিগঞ্জ সদরের স্বমন্বয়ক আব্দুল আউয়াল, যুবনেতা মর্তুজ আলী, বাবুল মিয়া, আব্দুল মজিদ, আকরাম আলী, ফুল মিয়াসহ স্থানীয় নেতৃবৃন্দ।