হবিগঞ্জে খোয়াই নদীর উপর নির্মিত দু’টি বেইলি ব্রিজই ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। উভয় বেইলি ব্রিজ ভেঙে ফেলে এর পরিবর্তে দুই স্থানে দু’টি গার্ডার ব্রিজ নির্মাণ করা দীর্ঘদিনের গণদাবী হলেও বছরের পর বছর ধরে উপেক্ষিত হয়ে আসছে। বেহাল অবস্থায় থাকা পুরাতন বেইলি ব্রিজ দু’টিকে কোনক্রমে জোড়াতালি দিয়ে টিকিয়ে রাখা হচ্ছে।
ফলে জনগণের ক্ষোভের শেষ নেই। বৃহস্পতিবার (২৩ মার্চ) শাহ এএমএস কিবরিয়া ব্রিজের গোড়ায় বাঁশ বেধে যানবাহন আটকিয়ে জোড়াতালির কাজ করার ছবি ধারণ করে অনেককে ফেসবুকে পোস্ট দিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করতে দেখা গেছে।
হবিগঞ্জ শহরের রামপুরের বাসিন্দা পীযূষ কান্তি সূত্রধর ফেসবুক পোস্টে লিখেছেন, আর কত জোড়াতালি দিয়ে চলবে হবিগঞ্জ শহরে ভাটি অঞ্চলের প্রবেশ মুখ খোয়াই নদীর উপর নির্মিত কিবরিয়া ব্রীজ? অনূরূপ লেখা দিয়ে আরেকটি পোস্ট করেছেন হবিগঞ্জ পৌর এলাকার উমেদনগরের বাসিন্দা মাসুদ পারভেজ। তাদের পোস্টে কমেন্ট করেও অনেকেই ব্রিজের বেহাল দশা নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।
জনৈক আব্দুল কাদির কমেন্টে লিখেছেন, সাবেক সফল অর্থ মন্ত্রীর নামে এ ব্রীজ খানা যেন শুধু স্মৃতি, পনের বছরের উন্নয়নে এ যেনো ধরাছোয়ার বাহিরে। শাহ আলম নামে একজন লিখেছেন, নদীতে পড়ে গেলেও জোড়াতালি হবে দাদা।
বাদল কৃষ্ণ বণিক লিখেছেন, দুভার্গ্যবশতঃ আমাদের এটাই সৌভাগ্য। বিজয় সূত্রধর লিখেছেন, দেখার কেউ নাই। জয়তিশ বণিক লিখেছেন, হবিগঞ্জ তো উন্নয়নের জোয়ারে ভাসছে, তা হয়তো চোখে পড়েনি।
শিল্পী পাল লিখেছেন, এমনি করেই যায় যদি দিন যাকনা। বিপ্লব দেবনাথ লিখেছেন, এ ব্যাপারে এমপি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি।