হবিগঞ্জে কৈশোর বান্ধব স্বাস্থ্যসেবা (কিশোর-কিশোরী প্রজনন স্বাস্থ্য জীবন দক্ষতা) বিষয়ক মাল্টিসেক্টরাল অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫মার্চ) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে এ সেমিনার অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক জিলুফা সুলতানার সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক মোঃ মাজহারুল হক চৌধুরী।
পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক খন্দকার মাহবুবুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে রিসোর্স পার্সন হিসেবে বক্তৃতা করেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের প্রোগ্রাম ম্যানেজার ডাঃ মনজুর হোসেন, হবিগঞ্জের সিভিল সার্জন ডাঃ মোঃ নূরুল হক, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক প্রভাংশু সোম মহান, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শামসুল হক, জেলা বিএমএ’র সভাপতি ডাঃ মুখলেসুর রহমান উজ্জ্বল ও হবিগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার রঞ্জন চন্দ্র দে।
এছাড়াও কিশোর-কিশোরীবৃন্দ, অভিভাবকবৃন্দ, বিভিন্ন দপ্তরের জেলা পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য বিভাগের সকল কর্মকর্তাবৃন্দ, ইসলামিক ফাউণ্ডেশনের পরিচালক, ইমাম, সাংবাদিক, শিক্ষকবৃন্দসহ মাঠ পর্যায়ের কর্মচারীগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা কিশোর-কিশোরীদের কৈশোর বান্ধব স্বাস্থ্য সেবা নিশ্চিতকরণের প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানে আয়োজক কর্তৃপক্ষ জানান, পরিবার পরিকল্পনা বিভাগের জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে স্বাস্থ্য কেন্দ্র সমূহে কৈশোর বান্ধব কর্ণার স্থাপন করে সেবাদান অব্যাহত রয়েছে। এছাড়াও ইউনিয়ন পর্যায়ে মাধ্যমিক বিদ্যালয় সমূহে কিশোর কিশোরীদের কাউন্সিলিংসহ বিভিন্ন সেবা প্রদান করা হয়।