কেমিনুর তালুকদার ॥ কৃষকের গোলা থেকে সরকারের ধান সংগ্রহ কার্যক্রমে হবিগঞ্জের বিভিন্ন উপজেলায় কৃষি কার্ড তৈরিতে চলছে নানান অনিয়ম। অভিযোগ রয়েছে একই পরিবারে ৩/৪ জনের নামে ভূয়া কৃষি কার্ড তৈরি করে সরকারী গুদামে ধান সরবরাহ করে সাধারণ কৃষকের সাথে প্রতারণা করে যাচ্ছে কিছু চক্র। এ ঘটনায় জেলা জুড়ে শুরু হয়েছে তোলপাড়! অভিযোগ সূত্রে জানা গেছে, দেশব্যাপী সরকারি ঘোষণা বা বিধি মোতাবেক জেলা কৃষি কর্মকর্তা বা ইউনিয়ন সহকারী কৃষি কর্মকর্তারা সরেজমিনে গ্রামে গিয়ে তদন্ত সাপেক্ষে ধানচাষী বা কৃষকের কাছ থেকে কার্ড তৈরি করে লটারিতে নাম ওঠা প্রকৃত কৃষক নির্ভয়ে খাদ্য গুদামে ধান বিক্রি পারবেন। এতে করে নির্ধারিত মূল্যে সরকার সরাসরি ধান ক্রয় করবে।
সে অনুযায়ী হবিগঞ্জের বিভিন্ন উপজেলার গরীব অসহায় ধান চাষীরা কার্ডের আশায় অধির আগ্রহে পথ চেয়ে আছেন বলে জানা গেছে। কিন্তু দিনের পর দিন অতিবাহিত হয়ে গেলেও জেলা কৃষি কর্মকর্তা বা ইউনিয়ন সহকারি কৃষি কর্মকর্তারা কেউই যাচ্ছেন না গ্রামে কৃষকের কাছে। দিশা হারিয়ে কৃষকরা হবিগঞ্জ জেলার সর্বোচ্চ মহলে যোগাযোগ করেও কোন লাভ না হয়ে ব্যর্থ হয়েছেন বলে জানা গেছে। জানা যায়, স্থানীয় সরকারের নির্বাচিত জনপ্রতিনিধিরা জড়িত আছেন এর সাথে। কৃষকের নাম ভাঙ্গিয়ে ভুয়া স্বাক্ষর টিপসই দিয়ে ধান বিক্রয় বা টাকাও উত্তোলন করে থাকেন এরা।
তবে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন কৃষক জানান, তারা ধানের আদ্রতা নিয়ন্ত্রণ করতে পারেন না। ওই ধান গুদামে নিয়ে গেলে ফেরত দেওয়া হয়। সে কারণে তারা বাধ্য হয়েই ধান ব্যবসায়ী (কার্ডধারীদের) কাছে দুই থেকে তিন হাজার টাকায় কার্ড বিক্রি করে দেন।
অনুসন্ধানে আরও জানা যায়, আজমিরীগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নে চলছে ব্যাপক অনিয়ম ও স্বজনপ্রীতি। শিবপাশা ইউনিয়নের প্রায় অর্ধ শতাধিক কৃষক অভিযোগ করে জানান, যাদের কার্ড সংগ্রহ করা হয়েছে তাদের মধ্যে ৫০% কৃষক এই বছর কোনো বোরো জমি চাষ করেনি। তারা কিভাবে গুদামে ধান দিবে। মূলত তাদের দিয়ে কার্ড বানিজ্য চালিয়ে যাচ্ছে ওই চক্র। এ নিয়ে উপজেলা কৃষি অফিসে সরেজমিনে ঘুরে দেখা যায়, কার্ডের তালিকায় চুড়ান্ত ভাবে মনোনিত করা হয়েছে তারা একই পরিবারের ৩/৪জনও আছেন। শুধু তাই নয়, তৈরিকৃত তালিকায় কোন এক পাতায় ২২ জন কৃষকের নামের জায়গায় ১০ জনই মহিলা।
উপজেলার শিবপাশা ইউনিয়নের চেয়ারম্যান আলী আমজাদ তালুকদার “দৈনিক আমার হবিগঞ্জকে জানান, কার্ড সংগ্রহে অনিয়মের অভিযোগ এসেছে এটা সত্য। এই নিয়ে জনগণের মাঝে চাপা ক্ষোভ বিরাজ করছে। এলাকায় যারা বেশি বেশি বোরো ধান চাষ করেছে তাদের কার্ড না নিয়ে কৃষি অফিসার তার নিজের মত করে মাঠকর্মী তরিকুল ইসলামকে দিয়ে কার্ড সংগ্রহ করিয়েছেন যেখানে প্রায় অর্ধেক এই বছর ধান চাষ করেনি। আবার একই পরিবারের একাধিক কার্ড নেওয়া হয়েছে। আমি এই বিষয় নিয়ে আগেই কৃষি অফিসারের সাথে আলাপ করেছিলাম। কিন্তু তিনি এর কোনো সমাধান করেন নি। অচিরেই আমি এ ব্যাপারে লিখিত অভিযোগ করব।
আজমিরীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা নাঈমা খন্দকার জানান, কৃষি কার্ডগুলো কৃষি কর্মকর্তারা করে থাকেন। তবে কোন ধরনের অনিয়মের অভিযোগ পেলে আইনানুগ দ্রুত ব্যবস্থা নেয়া হবে।
এ ব্যাপারে হবিগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মোঃ তমিজ উদ্দিন খান জানান, ধান সংগ্রহের কার্ড গুলো স্ব-স্ব উপজেলা থেকেই হয়ে থাকে। সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কৃষি অফিসারই তালিকা তৈরি ও বাস্তবায়ন করে থাকেন। অনিয়মের কোন তথ্য পেলে খতিয়ে দেখে ব্যবস্থা নেয়া হবে।
উল্লেখ্য, দেশব্যাপি সরকারি ঘোষনা মোতাবেক জেলা কৃষি কর্মকর্তা বা ইউনিয়ন সহকারি কৃষি কর্মকর্তারা সরেজমিনে গ্রামে গিয়ে তদন্ত সাপেক্ষে ধানচাষী বা কৃষকের কাছ থেকে যাচাই বাছাই পূর্বক কার্ডের বিনিময়ে নির্ধারিত মূল্যে সরকার সরাসরি ধান ক্রয় করবে। কৃষি উপকরণসহ সব ধরনের সরকারী সহায়তা সহজভাবে পেতে কৃষি উপকরণ সহায়তা কার্ড চালু করা হয়েছে। এই কর্মসূচীর আওতায় সারা দেশে এক কোটি ৮২ লক্ষ কৃষক কৃষি কার্ড পাবেন।