ঢাকাMonday , 15 April 2024
আজকের সর্বশেষ সবখবর

হবিগঞ্জে কালিবাড়ি ও খেলাঘর আয়োজনে বৈশাখী মেলা

Link Copied!

বাংলা বছরের প্রথম দিন পহেলা বৈশাখ নানা কর্মসুচীর মধ্য দিয়ে হবিগঞ্জে আলাদা আলাদা ভাবে পালিত হয়েছে। জীর্ণ পুরাতন সব কিছু ভেসে যাক , মুছে যাক গ্লানি এ আহবান নিয়ে এসো হে বৈশাখ এসো , শুভেচ্ছা বিনিময় বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা , গান ,কবিতা সহ নানা আয়েজনে দিনটি পালিত হয়।

জেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় সঙ্গীত এসো বৈশাখ গানের মধ্য দিয়ে অনুষ্টান শুরু হয় এছাড়া শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে ্অন্য দিকে বর্নমালা খেলা ঘর আসর সহ বিভিন্ন সামাজিক সাংকৃতিক সংগঠন নানা কর্মসুচীতে সকাল থেকে পহেলা বৈশাখ পালন করছে আসছে। বর্ণমালা খেলাঘর আসর ১ শ নৃত্য শিল্পী দিয়ে নৃত্য, ১ শ সঙ্গীত শিল্পীদিয়ে সঙ্গীত গেয়ে আলোড়ন সৃষ্টি করে। খেলাঘর ৪৩ বছর যাবত পহেলা বৈশাখ করছে।

অন্যদিকে চৈত্র সংক্রান্তি উপলক্ষে কালিবাড়ীতে বসেছে বৈশাখী মেলা। হাজার বছর ধরে এ মেলা হবিগঞ্জের প্রাণের উৎসব। বছরের শেষ দিনে এ মেলায় হারিয়ে যাওয়া মৃৎ শিল্পের উপাদান। শিশু থেকে শুরু করে বৃদ্ধ-বৃদ্ধা এ মেলায় আসছে। সবচেয়ে বিষয় হলো কালিবাড়ী কমিটি এটি আয়োজন করলেও এটি হয় উঠে সকল ধর্মের মানুষের মিলন মেলা।