হবিগঞ্জে কারেন্ট জাল সংরক্ষণ বিক্রয় প্রতিরোধে প্রশাসনের অভিযান - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাTuesday , 9 June 2020
আজকের সর্বশেষ সবখবর

হবিগঞ্জে কারেন্ট জাল সংরক্ষণ বিক্রয় প্রতিরোধে প্রশাসনের অভিযান

Link Copied!

এফ এম খন্দকার মায়া।। হবিগঞ্জে পৌরসভার চৌধুরী বাজারে কারেন্ট জাল সংরক্ষণ ও বিক্রয় প্রতিরোধে প্রশাসনের উদ্যোগে চৌধুরী বাজার এলাকা মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।
জানা যায় দিনব্যাপী এই অভিযানের মাধ্যমে পৌরসভার প্রদান চৌধুরী বাজার এলাকায় কারেন্ট জাল বিক্রয় ও সংরক্ষণ অপরাধে    গৌরাংগ চন্দ্রপাল ও সুমন দাসকে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইনের আওতায় যথাক্রমে দশ হাজার টাকা ও পাঁচ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
মোবাইল কোর্টটি পরিচালনা করেন সিনিয়র সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানা।
 উক্ত দুই ব্যক্তির নিকট হতে মোট পাঁচ লাখ ষাট হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়।
তিনি বলেন একদল অসাধু ব্যবসায়িরা এই জালের যোগান দেন।ফলে আমাদের দেশে এখন আর পূর্বের মত মাছ পাওয়া যায় না।তাই আমাদের সকল কে সতর্কতা অবলম্বন করতে হবে।  যাতে করে মাছ নিধনের এই ভয়ংকর জাল কেউও  যেন এই জাল ব্যবহার না করতে পারে।দেখলে অবশ্যই আইনকে সহায়তা করুন।