সারাদেশে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর, হবিগঞ্জ সহ দেশের বিভিন্ন স্থানে পুলিশ সদস্যের উপরে হামলা হয়েছে। ফলে একাধিক পুলিশ নিহতও হয়েছেন। যার জন্য পুলিশ বিভাগ ১১ দফা দাবি দিয়ে কর্ম বিরতিতে আছেন। অন্যদিকে প্রতিদিন হাজার সেবা প্রত্যাশী মানুষ পুলিশের সেবা থেকে বঞ্চিত হচ্ছে। অনেকে থানায় এসে ফেরত চলে যাচ্ছেন। তবে আনসার সদস্যরা নিরাপত্তার দায়িত্বে আছেন।
বুধবার (৭ আগস্ট) বিকাল ৩টার দিকে সরেজমিন হবিগঞ্জের পুলিশ সুপারের কার্যালয় ও সদর মডেল থানায় গিয়ে দেখা যায় গেইটে তালা ঝুলানো আছে। কোন পুলিশ সদস্য নেই। এসময় দেখা যায় অনেক বিদেশগামী যাত্রী পুলিশ ক্লিয়ারেন্স এর জন্য এসে কাউকে না পেয়ে ফেরত চলে যাচ্ছেন। শফিক নামের এক ব্যক্তির সাথে কথা বললে তিনি জানান, বিদেশে যাওয়ার সকল জন্য পুলিশ ক্লিয়ারেন্স এর আবেদন করেছিলেন । এখন ক্লিয়ারেন্স সার্টিফিকেট নেওয়ার জন্য এসে কাউকে না পেয়ে ফিরে যাচ্ছেন।
এদিকে পুলিশ সুপারের কার্যালয়ের সামনের গেইটে “সাময়িক পুলিশ ক্লিয়ারেন্স কার্যক্রম বন্ধ রয়েছে” মর্মে একটি নোটিশ টানিয়ে রাখা হয়েছে। অপরদিকে সদর মডেল থানায় সকল কার্যক্রম বন্ধ। ৩ জন আনসার সদস্যকে পাহারা দিতে দেখা যায়। অনেকে থানায় বিভিন্ন বিষয় নিয়ে এসে আবার ফেরত চলে যান বলে জানান আনসার সদস্যরা।
উপজেলা কোম্পানি কমান্ডার মো. জালাল উদ্দিন জানান, অনেকে এসেছে বিভিন্ন অভিযোগ নিয়ে, আমরা তাদেরকে সেনা ক্যাম্পে পাঠিয়ে দিয়েছি। আমরা এখানে ৩ জন আনসার সদস্য দায়িত্ব পালন করছি। এছাড়া শহরের রাস্তায় শৃঙ্খলা ফেরানোর জন্য ট্রাফিকের দায়িত্ব পালন করছে ৫ জন আনসার সদস্য।