তারেক হাবিব, প্রধান প্রতিবেদক ।। করোনা ভাইরাস সন্দেহে হবিগঞ্জ সদর হাসপাতালে ৩ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। ১ এপ্রিল বুধবার হবিগঞ্জ সদর হাসপাতালে করোনার উপসর্গ সন্দেহে ভর্তি হলে তাদের শরীর থেকে আলামত সংগ্রহ করে পরীক্ষা-নিরীক্ষা করার জন্য সংশ্লিষ্ট দপ্তরে প্রেরণ করা হয়।
আক্রান্ত সন্দেহদের একজন হবিগঞ্জ জেলা আনসার কার্যালয়ে দায়িত্বে থাকা আনসার সদস্য বাকী দুজন অন্যান্য পেশায় নিয়োজিত।
হবিগঞ্জ সদর হাসপাতালের কর্তব্যরত ডাক্তার অনুপম চক্রবর্তী জানান, আজ সারাদিন ৩ জনের শরীর থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। এদের মধ্যে একজনকে আইসোলেশনে বাকী দুজনকে হোম কোয়ারেন্টাইনে রাখার নির্দেশ দেয়া হয়েছে।
নমুনা রিপোর্ট আসলে বিস্তারিত জানা যাবে।