তারেক হাবিব, হবিগঞ্জ : করোনা আক্রান্তের সন্দেহ নিয়ে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি হয়েছে লিটন সরকার নামে এক আনসার সদস্য। সোমবার (২৩ মার্চ) দুপুর ৩ টায় গলা ব্যাথা ও জ্বর নিয়ে হবিগঞ্জ সদর হাসপাতালে আসলে কর্তব্যরত ডাক্তার মিঠুন রায় আরএমও শামীমা আক্তার তাকে পরীক্ষা-নিরীক্ষা করে আইসোলেশন ওয়ার্ডে থাকার নির্দেশ প্রদান করেন।
জানা যায়, লিটন সিলেট জেলার গোয়াইনঘাট থানার খাগড়া গ্রামের অজিন্দ্র সরকারের পুত্র ও হবিগঞ্জ রশিদপুর গ্যাস ফিল্ডের দায়িত্বে থাকা আনসার সদস্য।
আরএমও শামীমা আক্তার জানান, প্রাথমিক ভাবে তাকে সন্দেহভাজন হিসেবে আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে। তার শরীর থেকে আলামত সংগ্রহ করে ঢাকা পাঠানো হয়েছে। রিপোর্ট আসলে বিস্তারিত জানা যাবে।