নিজস্ব প্রতিবেদকঃ করোনার ভয়াবহ ছোবলে সারা পৃথিবী প্রায় স্থবির কিন্তু বন্ধ হয়নি জুয়ার আসর। শহরতলি এরালিয়া গ্রামে দীর্ঘদিন ধরে লক্ষ লক্ষ টাকার রমরমা জুয়ার আসর বসিয়ে আসছে ওই গ্রামের কিছু দুষ্কৃতিকারী লোক। এলাকার মানুষ অভিযোগ করে বলেনম দীর্ঘদিন ধরে এভাবে লক্ষ লক্ষ টাকার জুয়ার আসর বসাচ্ছে এরালিয়া গ্রামের রোম্ম তার ছেলে কাজল মিয়া এবং তার ভাতিজা সেলিম মিয়া।
বর্তমানে করোনা মহামারীতেও তাদের জুয়ার আসর বন্ধ হয়নি বরং আরো বেড়েছে। কারণ লকডাউন এর কারণে অধিকাংশ মানুষই এখন কর্মহীন বেকার এই সুযোগে তারা জুয়ার আসরে ভিড় জমাচ্ছেন। জুয়ার টাকা যোগান দিতে গিয়ে এলাকায় চুরি-ডাকাতি বেড়ে গেছে। আর এই জুয়ার আসরে বিরুদ্ধে কেউ কথা বলতে গেলেই উল্টা রোম্মা তার ছেলে ও ভাতিজার নিজস্ব ক্যাডার বাহিনী দ্বারা প্রতিবাদকারীকে নির্যাতন করা হয়।