মতামত।। সিলেট বিভাগের প্রবেশদ্বার হবিগঞ্জ। ভৌগলিক অবস্থানগত কারনে হবিগঞ্জ হলো বি-বাড়িয়া জেলার বি-বাড়িয়া সদর, সরাইল ও নাসিরনগর, কিশোরগঞ্জ জেলার অষ্ট্রগ্রাম, মিঠামইন ও ইটনা, নেত্রকোনা জেলার মোহনগঞ্জ, সুনামগঞ্জ জেলার দিরাই, শাল্লা ও জগন্নাথপুর, মৌলভীবাজার জেলার শ্রীমংগলের সাথে হবিগঞ্জের রয়েছে প্রশাসনিক সম্পর্ক ব্যতিত সকল ধরনের যোগাযোগ। সেজন্য বর্তমান সরকারও সিলেট বিভাগের দ্বিতীয় সরকারী মেডিক্যাল কলেজটি সিলেট বিভাগের অন্য কোথাও না করে হবিগঞ্জ স্থাপন করার উদ্যোগ নেয় কেবল হবিগঞ্জের ভৌগলিক অবস্থানকে বিবেচনায় রেখেই। আর আমরা করোনা সংকটে দেখতে পাচ্ছি সেলেট বিভাগের মধ্যে সবচেয়ে করোনা আক্রান্ত রোগী হবিগঞ্জ জেলায়। শুধু বেশি বললে ভুল হবে। হবিগঞ্জ জেলার মোট করোনা আক্রান্ত রোগীর অর্ধেকেরও কম হলো সিলেট বিভাগের বাকী ৩ জেলায়। আমি এতে কিন্তু মোটেই অবাক না। সেটার মূলেও রয়েছে হবিগঞ্জের ভৌগলিক অবস্থানগত কারণই।
আমি বিশ্বের যে শহরটিতে বসবাস করছি সেটি কেবল ইংল্যান্ডের রাজধানী নয়; এটি মোট কথায় সমগ্র যুক্তরাজ্যেরও রাজধানী। এক কথায় এর ভৌগলিক অবস্থানগত কারণ, মাল্টিকালচারাল বৈশিষ্ট, অভিবাসীগত অঞ্চল, বিশ্বের প্রথমসারীর শিক্ষানগর ও ব্যবসা-বাণিজ্যের জন্য সারা বিশ্বের সাথে লন্ডন হলো কানেক্টেড। আর সেজন্য করোনা আক্রান্তের সংখ্যা এখানে বেশি। লন্ডন প্রশাসন সেজন্য এখানে টেস্টের সংখ্যাও বাড়িয়েছে। আমি লন্ডনের উদাহরণটি এজন্য টানলাম হবিগঞ্জে করোনা টেস্টের জন্য ল্যাব প্রতিষ্ঠার যৌক্তিকতা তুলে ধরতে। যেহেতূ হবিগঞ্জ হলো অন্ততঃ ৬ টি জেলার হাব, শিল্প এলাকা, এখানকার অনেকেই নরসিংদী, নারায়ণগঞ্জ, গাজীপুর, ঢাকাসহ করোনা মহামারী এলাকায় কাজ করেন আবার ঐসব এলাকার অনেকেই হবিগঞ্জের শিল্প কারখানা, ব্যবসায়িক প্রতিষ্ঠান ও এনজিও সেক্টরে চাকুরী করেন সেহেতু যত শক্ত লকডাউন হোক মানুষের আনাগোনা বন্ধ করা সম্ভবপর হয়নি। সেজন্য সেলেট বিভাগের সবচেয়ে বেশি করুণা আক্রান্ত রোগী হবিগঞ্জে। অথচ হবিগঞ্জে নেই কোনো করোনা পরীক্ষার ল্যাব।
হবিগঞ্জে করোনা ল্যাব প্রতিষ্ঠা হবিগঞ্জবাসীর জন্য যতটা না প্রয়োজন; তারচেয়ে রাষ্ট্রের প্রয়োজনেই এখানে ল্যাব প্রতিষ্ঠা করা দরকার। এছাড়া হবিগঞ্জে রয়েছে মাননীয় প্রধামমন্ত্রীর নামে শেখ হাসিনা মেডিক্যাল কলেজ। রয়েছে ২৫০ শয্যার পূর্ণাঙ্গ হাসপাতাল। তাও নামে আধুনিক হাসপাতাল। এছাড়া ক্লিনিকের শহর বলা হয় এজেলাকে। হবিগঞ্জ শহরে যতগুলো ক্লিনিক রয়েছে ততগুলো প্রাইভেট কোচিং সেন্টারও মনে হয় নেই। এজেলায় এমনিতেই ইতোমধ্যে পিসিআর ল্যাব থাকার কথা। যেখানে আজকের এই সংকটে সহজেই করোনা টেস্ট চালু করা যেতো।
অনেকে বলেন করোনা পরীক্ষার জন্য বিশেষজ্ঞও নেই এখানে। এ তথ্যটিও আমাদের জন্য পীড়াদায়ক। একটি মেডিক্যাল কলেজ, প্যাথলজী, মাইক্রোবায়োলজি ও বায়োকেমেস্ট্রি বিভাগ ছাড়া চলতে পারে না। আর বিভাগসমূহে কর্মরতরাই মূলতঃ করোনা টেস্ট করার জন্য বিশেষজ্ঞ। তাহলে কি আমরা ধরে নিব প্রতিষ্ঠার ৪ বছরেও শেখ হাসিনা মেডিক্যাল কলেজে এ বিভাগসমূহ চালু হয়নি। বা বিভাগ থাকলেও কোনো শিক্ষক নেই। আর যদি এ বিভাগসমূহ থেকে থাকে তাহলে করোনা টেস্টের জন্য ল্যাব চালু করতে সমস্যা কোথায়। আর যদি এ বিভাগসমূহ না থাকে ও এ বিভাগের শিক্ষক না থাকেন তাহলে এমন একটি সরকারী মেডিক্যাল কলেজের জন্য কেবল দুঃখই হয়। প্রশ্ন জাগে কেন হবিগঞ্জবাসীর সাথে এ ধরনের প্রহসন।
করোনা সংকট যখন মহামারী রূপ নেয়, তখন থেকেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা তিনটি জিনিসের উপর গুরুত্ব দেয়। তা হলো ১। টেস্ট; ২। টেস্ট; ও ৩। টেস্ট!!! আর সে নিরিখেও যেহেতু হবিগঞ্জে এখন করোনার কমিউনিটি সংক্রমন হচ্ছে সেহেতু হবিগঞ্জে করোনা টেস্টের ল্যাব অবিলম্বে চালু করা প্রয়োজন। সিলেট শহরে দেখলাম ৩ কিলোমিটারের মধ্যে দু’টি করোনা ল্যাব। একটি ওসমানী মেডিক্যাল কলেজ অপরটি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। অচিরেই আরেকটি চালু হচ্ছে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে। অথচ হবিগঞ্জের জেলা প্রশাসক, এসিল্যান্ড, ডাক্তারসহ প্রশাসনের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা করোনা আক্রান্ত হওয়া সত্বেও সেখানে করোনা টেস্টের ল্যাব প্রতিষ্ঠার উদ্যোগ না নেয়ায় এ এলাকার একজন সন্তান হিসেবে দুঃখজনক।
//অজিত লাল দাশ, কমিউনিটি সংগঠক যুক্তরাজ্য ও সহ দপ্তর সম্পাদক, আওয়ামী যুবলীগ, যুক্তরাজ্য শাখা।