হবিগঞ্জে করোনায় ঝরে গেল আরো দুই প্রাণ, জেলায় মোট মৃত্যুর সংখ্যা ৮ - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাThursday , 16 July 2020
আজকের সর্বশেষ সবখবর

হবিগঞ্জে করোনায় ঝরে গেল আরো দুই প্রাণ, জেলায় মোট মৃত্যুর সংখ্যা ৮

Link Copied!

 

হবিগঞ্জ সদর : হবিগঞ্জে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আরো দুই জন। এ নিয়ে জেলায় মোট মৃত্যুর সংখ্যা দাড়ালো ৮ জনে।

গতকাল বুধবার রাতে হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডা: মোখলেছুর রহমান উজ্জ্বল এই তথ্য নিশ্চিত করেন।

মৃত ব্যক্তিরদের মধ্যে ১ জন প্রান, আর এফ এল’র ম্যানেজর এবং অন্য জন নবীগঞ্জে স্বাস্থ্য কর্মী, বলে জানা যায়, নাম ঠিকানা এখনও পাওয়া যায়নি।

জেলা স্বাস্থ্য বিভাগের হিসাবে, গত ১১’এপ্রিল থেকে হবিগঞ্জে এ পর্যন্ত করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছেন ৯৯৬’জন। আক্রান্তদের মধ্যে হবিগঞ্জ সদর (শায়েস্তাগঞ্জসহ) ৪০৫, চুনারুঘাট ১৬৩, মাধবপুর ১৩৮, নবীগঞ্জ ১০৯, বাহুবল ৬৯, লাখাই ৩৯, বানিয়াচং ৪১ ও আজমিরীগঞ্জ উপজেলায় ৩০ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৪৪০ জন ও মারা গেছেন ৮ জন।