হবিগঞ্জে করোনায় আক্রান্ত হয়ে আরো ১ জনের মৃত্যু - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাWednesday , 31 March 2021
আজকের সর্বশেষ সবখবর

হবিগঞ্জে করোনায় আক্রান্ত হয়ে আরো ১ জনের মৃত্যু

Link Copied!

সৈয়দ সালিক আহমেদ, হবিগঞ্জ।।  হবিগঞ্জে করোনায় আক্রান্ত হয়ে আব্দুল হাই (৫৬) নামে আরও ১জন  মারা গেছেন। বুধবার  (৩১মার্চ) সকাল ৯টায় তিনি মারা যান। এনিয়ে জেলায় মোট মৃতের সংখ্যা ১৭জনে দাঁড়িয়েছে।
জানা যায়, হবিগঞ্জ শহরের ইনাতাবাদ এলাকার নুরুজ্জামানের ছেলে আব্দুল হাই গত ২৩শে মার্চ অসুস্থতা নিয়ে সিলেট রাগীব রাবেয়া মেডিকেল কলেজে ভর্তি হন, সেখানে তার বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার পর করোনা পজিটিভ ধরা পড়ে।
তার পর সেখান থেকে তাকে  সিলেট ওমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ-তে ভর্তি করানো হয়।
বুধবার সকালে আব্দুল হাইয়ের আত্নীয় স্বজন তাকে  সিলেট থেকে হবিগঞ্জে নিয়ে আসার পথে শারীরিক অবস্থার অবনতি হলে  সদর হাসপাতালে নিয়ে আসেন। এখানে কর্তব্যরত ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে তাকে মৃত ঘোষনা করেন।
এবিষয়ে সিভিল সার্জন ডাঃ এ কে এম মোস্তাফিজুর রহমানের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি নিশ্চিত করেন।
উল্লেখ্য, সারা দেশে করোনার ২য় ঢেউ ভয়াবহ আকার ধারণ করতেছে,  সরকারের ১৮দফা নিদের্শনা পালন করার জন্য কঠোরভাবে বলা হয়েছে।