হবিগঞ্জ জেলায় কোভিট-১৯ ভ্যাক্সিনের বুস্টার (৩য়) ডোজ সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। শনিবার (৪ জুন) হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়া।
এসময় আরো উপস্থিত ছিলেন স্বাস্থ্য সেবা বিভাগের স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের মহাপরিচালক অতিরিক্ত সচিব ডা. মো: শাহাদাৎ হোসেন, স্বাস্থ্য বিভাগের সিলেট বিভাগীয় পরিচালক ডা. হিমাংশু লাল রায়, হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহান, হবিগঞ্জের সিভিল সার্জন ড. মোহাম্মদ নূরুল হক, ২৫০ শয্যা হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের তত্ত্বাবধায়ক ড. মো: আমিনুল হক সরকার প্রমূখ।
পরে সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়া জিরো মেটারনিটি ডেটথ ইনিশিয়েটিভ বিষয়ক ট্রেইনিং প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন তিনি। পরে ২৫০ শয্যা জেলা সদর হাসপাতাল ঘুরে দেখেন এবং রোগীদের স্বাস্থ্যসেবা নিশ্চিতকল্পে সংশ্লিষ্টদের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।