হবিগঞ্জ সদর উপজেলার তেঘরিয়া ইউনিয়নের টঙ্গির ঘাট গ্রামের নিকট করাঙ্গী নদীর তীরবর্তী জমি কেটে পাড় বানিয়ে বেআইনিভাবে ফিশারি নির্মাণের কাজ করার অভিযোগ পাওয়া গেছে।
হবিগঞ্জ জেলা ছাত্রদলের সহ-সভাপতি ও তেঘরিয়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি মজলিশপুর গ্রামের বাসিন্দা শিপন আহমেদ আছকির এবং ওই এলাকার সাবেক মেম্বার এলাচ মিয়ার নেতৃত্বে এ কাজ চলছে বলে জানা গেছে।
সরেজমিনে দেখা যায়, টঙ্গীর ঘাট গ্রামের নিকট গোইল্যা কোনার বন্দে করাঙ্গী নদীর উপর নির্মিত ব্রিজের নিকট হতে পশ্চিম পাড় ধরে দক্ষিণ দিকে প্রায় আধা কিলোমিটার এলাকা জুড়ে এক্সকেভেটর দিয়ে উঁচু করে নদীর গভীর এলাকা ঘেঁষে পাড় বেঁধে দেয়া হয়েছে।
এর বিপরীতে রয়েছে নদী রক্ষা বাঁধ। দুটো মিলিয়ে মাঝখানের জমি গভীর করে ফিশারি নির্মাণ কাজ চলছে। সময় সেখানে উপস্থিত এক্সকেভেটরের ড্রাইভার জানান, এখানে কাজ করাচ্ছেন এলাচ মেম্বার ও শিপন আহমেদ আছকির।
এ বিষয়ে শিপন আহমেদ আজকের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, তিনি এক্সকেভেটরটি ভাড়া নিয়ে এসেছেন। তবে এখানকার জমির মালিক তিনি নন রামনগর গ্রামের বাসিন্দা শিবলু নামে এক ব্যাক্তি। এ বিষয়ে জানতে শিবলু নামের ওই ব্যক্তির সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, জমিটি সরকারি।
এখানে তিনি ধান চাষ করে আসছিলেন। ইদানিং তিনি এলাচ মেম্বারদেরকে বর্গা চাষ করার জন্য দিয়েছেন। এলাচ মেম্বার এবং আছকির তাকে না জানিয়েই এখানে মাটি কেটে পাড় তৈরি করছেন।
এব্যাপারে হবিগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার আয়েশা আক্তারের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, বিষয়টি তার জানা নেই তিনি খোঁজখবর নিয়ে ব্যবস্থা নেবেন।