ঢাকাFriday , 7 April 2023
আজকের সর্বশেষ সবখবর

হবিগঞ্জে এসএসসি ২০০৩ ও এইচএসসি ২০০৫ ব্যাচের উদ্যোগে ১৪তম ইফতার মাহফিল

Link Copied!

“বন্ধুত্বের বন্ধন অটুট থাকুক” এই শ্লোগানকে বুকে ধারণ করে হবিগঞ্জে এসএসসি ২০০৩ ও এইচএসসি ২০০৫ ব্যাচের উদ্যোগে ১৪ তম ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

এসএসসি ২০০৩ ও এইচএসসি ২০০৫ ব্যাচের সকল বন্ধুদের ব্যবস্থাপনা ও সার্বিক সহযোগীতায় শুক্রবার (৭ এপ্রিল) ১৫ রমজান সন্ধ্যায় হবিগঞ্জের অভিজাত হোটেল কিচেন-২০ রেস্টুরেন্টে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। বিগত ২০১০ সাল থেকে এই ব্যাচের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়ে আসছে ।

দোয়া ও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন- ফেরদৌস ভূঁইয়া,সোহাগ খান,আব্দুল মুনিম,শিহাব আহমেদ,হারুন টিটু,সাগর কিশোর দাস,রুবেল আহমেদ,সায়েম খান,শাহআলম,শফিকুল ইসলাম,নিপুণ তালুকদার,ইসতিয়াক আহমেদ চৌধুরী,শেখ ইকবাল মিয়া,এস সোহান,সুব্রত সাহা,উত্তম রায়,সোহাস দাস,ইমন আহমেদ,মামুন মিয়া,জসিম আহমেদ,তুহিন ধর,রনি গোপ,রনি পাল,রনি দাশ,জাহাঙ্গীর আলম।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মিজানুর রহমান,প্রবাস কান্তি রায়,অপু চৌধুরী,বদরুল,সঞ্জয় দাশ,আকাশসহ ০৩/০৫ ব্যাচের অন্যান্য বন্ধুরা।

এছাড়া ও দেশ বিদেশে অবস্থানরত অনেক বন্ধুরা সার্বিক ভাবে সহযোগীতা করেছেন বিশেষ করে শেখ সোহাগ(লন্ডন প্রবাসী),অলি উল্লাহ, উজ্জ্বল (দুবাই প্রবাসী),তালুকদার শিপন উল্লেখযোগ্য।

ইফতার পূর্বে দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া করা হয় ।