হবিগঞ্জে জেলা পর্যায়ে এডভোকেসি নেটওয়ার্ক কমিটির শিখন-বিনিময় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৩ মে) ওয়েভ ফাউন্ডেশনের উদ্যোগে সুরবিতান ললিতকলা মিলনায়তনে দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
‘পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণ প্রকল্প’-এর আওতায় ইউরোপীয়ান ইউনিয়নের আর্থিক এবং ক্রিশ্চিয়ান এইড’র কারিগরি সহযোগিতায় হবিগঞ্জ জেলা এডভোকেসি নেটওয়ার্ক কমিটির চেয়ারপার্সন সাংবাদিক বাহার উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাংবাদিক ইমদাদুল হোসেন খানের সঞ্চালনায় কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ওয়েভ ফাউন্ডেশনের প্রোগ্রাম অফিসার আরমিন আফরোজ এবং বিশেষ অতিথির বক্তব্য রাখেন ওয়েভ ফাউন্ডেশনের সিলেট ডিভিশনাল ফ্যাসিলেটেটর শাহজাহান মিয়া।
এছাড়াও বক্তব্য রাখেন ‘কাউকে বাদ দিয়ে নয়’-এর সিলেট ডিভিশনাল কোয়ালিশন কমিটির সভাপতি উপাধ্যক্ষ জালাল উদ্দিন রুমি, কোষাধ্যক্ষ কবি সৈয়দ মিজান উদ্দিন পলাশসহ হবিগঞ্জ জেলার ৯ টি উপজেলা এডভোকেসি নেটওয়ার্ক কমিটির নেতৃবৃন্দ।
কর্মশালায় জেলার ৯ টি উপজেলা এডভোকেসি নেটওয়ার্ক কমিটির নেতৃবৃন্দ অংশগ্রহণ করে নিজ নিজ এলাকার পিছিয়ে পড়া (প্রতিবন্ধী, দলিত, হিজরা ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠী) জনগোষ্ঠীর ক্ষমতায়নে তাদের অর্জন এবং ভবিষ্যত পরিকল্পনা গ্রুপ ওয়ার্কের মাধ্যমে উপস্থাপন করেন।