সৌমিত্র দাস সুমন,শায়েস্তাগঞ্জ : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানার সোহাগ (২১) নামের এক কনস্টেবলকে হবিগঞ্জ সদর হাসপাতালের আইসোলেশনে ভর্তি করা হয়েছে। জানা যায় বুধবার (১৬এপ্রিল) থেকেই উনি শ্বাস কষ্টে ভুগছিলেন। এ ব্যাপারে শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকতা ওসি মোজাম্মেল হক এর সাথে যোগাযোগ করা হলে তিনি দৈনিক আমার হবিগঞ্জকে এ বিষয়টি নিশ্চিত করেন।
তিনি আরো জানান ইতিপূর্বে পুলিশ সদস্যের ব্লাড পরীক্ষা করার জন্য নমুনা ঢাকায় প্রেরন করা হয়েছে। হবিগঞ্জ সদর হাসপাতালের ডেপুটি সিভিল সার্জন জনাব মুখলেছুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি সত্যতা নিশ্চিত করেছেন।