জি.কে ইউসুফ || তরুন আমেরিকান প্রবাসী তরেক আবু তারেকর প্রচেষ্টায় হবিগঞ্জ সদর ভাদৈয় এলাকায় উদ্বোধন হল তারেক আবাসিক এলাকা।
বুধবার (২৩ ডিসেম্বর) বেলা ১২ ঘটিকায় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম এম. শরাফত উল্লাহ্ রোড এবং তারেক আবাসিক এলাকা উদ্বোধন করেন।
উদ্বোধন শেষ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম এলাকর জনগণকে নিয়ে তারেক আবাসিক এলাকা পরিদর্শন করেন তিনি।
জানা যায়, খুব শীঘ্রই কাজ শুরু হবে এই আবাসিক এলাকার, আধুনিক দৃষ্টিনন্দন পরিবেশে এসব তৈরি হবে আবাসিক ভবন। আবাসিক এলাকার মধ্যে থাকবে বিনোদনের ব্যবস্থা।
মোতাচ্ছিরুল ইসলাম বলেন, তারেক আবাসিক এলাকা তৈরি একটি ভাল উদ্যোগ, এই আবাসিক এলাকায় থাকবে সব কিছুর ব্যবস্তা, হাতের কাছে পাওয়া যাবে, বেসরকারি চাকরিজীবিরা অল্প খরচে থাকতে পারবে এই আবাসিক এলাকায়।
এ বিষয়ে আমেরিকান প্রবাসী এবং তারেক আবাসিক এলাকার চেয়ারম্যান আবু তারেক জানান, আমি দেশে আসলেই শুরু হবে আবাসিক এলাকার কাজ, হবিগঞ্জ জেলাবাসীর জন্য একটি পরিপূর্ণ আবাসিক এলাকা গড়ে তুলতে চাই।