প্রেস বিজ্ঞপ্তি ॥ করোনা পরিস্থিতিতে হবিগঞ্জে দেড় শতাধিক পরিবারের পাশে দাঁড়িয়েছে উত্তরণ সংসদ। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুরে শহরের পুরাণমুন্সেফী এলাকার রামচরণ সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এসব হতদরিদ্র অসহায় পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। ত্রাণ বিতরণের উদ্বোধন করেন, হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক অমিতাভ পরাগ তালুকদার। মাত্র কয়েকজনের মধ্যে ত্রাণ দেয়ার পর একেক করে সকলের বাসায় বাসায় গিয়ে এ ত্রাণ সামগ্রী পৌছে দেয় উত্তরণ সংসদের নেতৃবৃন্দ।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উত্তরণ সংসদের সভাপতি আহমদ কবির আজাদ, সাধারণ সম্পাদক রাসেল চৌধুরী, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফেরদৌস আরা, সংগঠনের উপদেষ্ঠা ফয়সল চৌধুরী, সহ-সভাপতি আব্দুর রাজ্জাক চৌধুরী বকুল, সাবেক সাধারণ সম্পাদক আহসানুল হক সুজা, সৈয়দ দিলাল দিলু, যুগ্ম-সাধারণ সম্পাদক শামীম খান, যুগ্ম-সাধারণ সম্পাদক এডভোকেট বিকাশ দাস রুপন, কোষাধ্যক্ষ রুমেল চৌধুরী, সহ-সাংগঠনিক সম্পাদক কলিম চৌধুরী, মিজু আহমেদ রতন প্রমুখ।
ত্রাণ বিতরণকালে অতিরিক্ত জেলা প্রশাসক অমিতাভ পরাগ তালুকদার বলেন, সরকারী নির্দেশনা মেনে করোনা পরিস্থিতিতে সকলে ঘরে থাকুন সুস্থ থাকুন। এছাড়াও সরকার, জনপ্রতিনিধি ও ব্যক্তিগত উদ্যোগে সকলকে এ দুর্যোগে অসহায়দের পাশে থাকার আহব্বান জানান তিনি। দেশের এমন পরিস্থিতিতে উত্তরণ সংসদ অসহায়দের পাশে দাড়ানোয় সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান অতিরিক্ত জেলা প্রশাসক।