হবিগঞ্জে ইমাম মোয়াজ্জিনদের নগদ অর্থ ও উপহার সামগ্রী দিলেন ব্যারিস্টার সুমন - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাThursday , 30 April 2020
আজকের সর্বশেষ সবখবর

হবিগঞ্জে ইমাম মোয়াজ্জিনদের নগদ অর্থ ও উপহার সামগ্রী দিলেন ব্যারিস্টার সুমন

Link Copied!

মাজহারুল ইসলাম তানিল :  হবিগঞ্জ সদরের পইল ইউনিয়নের সকল ইমাম সাহেব ও মোয়াজ্জিনদের কে নগদ অর্থ ও উপহার সামগ্রী প্রদান করেছেন এরশাদ-আম্বিয়া ফাউন্ডেশন । গত বুধবার (২৯ এপ্রিল) ফাউন্ডেশনের পক্ষে এসব বিতরণ করেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।

ছবি : ইমাম ও মোয়াজ্জিনদের নগদ অর্থ দেয়ার সময়

উপহার সামগ্রী দেয়ার সময় ব্যারিস্টার সুমন বলেন, সকল ইমাম সাহেব ও মোয়াজ্জিন আল্লাহর রাস্তায় ব্যয় করেন।  তারা সবসময় বলেই গেছে যে পর্দা করে শরীরকে আবরন কর। এই মহামারি করোনা ভাইরাসের কারনে না বলাতেই সবাই সারা শরীর আবরনে ডেকে রাখে।

ব্যারিস্টার সুমন আরো বলেন, যে আমরা মাটির উপরে থেকে অনেক অত্যাচার নির্যাতন করেছি তাই করোনা ভাইরাস আল্লাহর পক্ষ থেকে একটা পরীক্ষা। যে হয়তো কিছুদিন পর এই মহামারি করোনা ভাইরাস চলে যাবে। সেই ভাইরাসের সাথে যেন মানুষরুপী শয়তানের মনে যে ভাইরাস ছিল এটা ও যেন চলে যায় এ দোয়া চান ইমাম ও মোয়াজ্জিনদের কাছে।