এম.এ.রাজা : হবিগঞ্জে এলায়েন্স লুটন ইউ.কে সমাজ সেবামূলক সংগঠন এর সৌজন্যে বুধবার( ১৮ই আগস্ট) দুপুর ১২ টায় হবিগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অক্সিজেন সেবার উদ্বোধন করা হয় । নিঃশ্বাস নিবে হবিগঞ্জ এই স্লোগানকে সামনে রেখে করোনায় আক্রান্ত অসহায় লোকদের অক্সিজেন সেবা দেয়ার প্রত্যয় হবিগঞ্জ এলায়েন্স লুটন ইউ.কে এর সৌজন্যে ১১টি অক্সিজেন প্রদান করা হয়েছে ।
উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ ফজলুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহান। উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক ইশরাত জাহান বলেন, মহামারী করোনায় আক্রান্ত অসহায় মানুষের পাশে অক্সিজেনসহ বিভিন্ন ভাবে যারা পাশে দাঁড়িয়েছেন তাদের সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি ।

ছবি : অনুষ্ঠানে বক্তব্য রাখছেন জেলা প্রশাসক ইশরাত জাহান
আরও বলেন, আমি নিজেও কিছু দিন আগে করোনায় আক্রান্ত ছিলাম, আজ আপনাদের সবার দোয়ায় সুস্থ হয়েছি। হবিগঞ্জে কিছুদিন আগে মারাত্মক অক্সিজেন সংকট ছিল। আমি অসুস্থ থাকার পরও বিভিন্ন দপ্তরের সাথে যোগাযোগ করে। জেলার মানুষের জন্য অক্সিজেনের গ্যাস ও সিলিন্ডারের ব্যবস্হা করেছি। যাতে অক্সিজেনের জন্য মানুষের কষ্ট না হয়।
এখন হবিগঞ্জের বিভিন্ন সংস্থা ও বিত্তশালীরা করোনায় আক্রান্ত রোগীর পাশে অক্সিজেনসহ বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতার হাত বাড়িয়েছেন। বর্তমানে হবিগঞ্জ সদর হাসপাতালে অনেকটাই পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন এর ব্যবস্থা আছে। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা নুরুল ইসলাম প্রমুখ।