হবিগঞ্জে উপজেলা নির্বাহী অফিসার, ইউপি চেয়ারম্যান ও ইউপি সচিবদের অংশগ্রহণে ‘ইউনিয়ন পরিষদ উন্নয়ন সহায়তা ব্যবহার নির্দেশিকা’ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) সকাল ১০ টায় জেলা পরিষদ মিলনায়তনে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক হবিগঞ্জ ইশরাত জাহানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলজিএসপি-৩ এর প্রকল্প পরিচালক (যুগ্ম সচিব) এনামুল হাবীব।
এসময় উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা নুরুল ইসলাম, উপ-পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) বিজেন ব্যানার্জি, স্থানীয় সরকার শাখার সহকারী কমিশনার মোঃ আশাদুল হক, ডিস্ট্রিক্ট ফ্যাসিলেটেটরসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
সভাপতি’র বক্তব্যে জেলা প্রশাসক ইশরাত জাহান বলেন, এলজিএসপি-৩ থেকে ইতোপূর্বে অনেক উন্নয়নমূলক কার্যক্রম গ্রহণ করা হয়েছিলো এবং এর ধারাবাহিকতায় আরো জনবান্ধন অবকাঠামোগত উন্নয়ন প্রকল্প গ্রহণ করতে হবে।
এছাড়াও তিনি তার বক্তৃতায় জনগণের অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করার তাগিদ দেন। প্রধান অতিথি এনামুল হাবীব প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে এলজিএসপি-৩ এর বিভিন্ন দিক আলোচনা করেন এবং প্রকল্প সফলভাবে বাস্তবায়নের কৌশল সমূহ তুলে ধরেন।