জালাল উদ্দিন লস্করঃ হবিগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে আলোর সন্ধানে শিক্ষা ফাউন্ডেশনের চেক বিতরণ করা হয়েছে। সোমবার (২১সেপ্টেম্বর ) বিকেলে জেলা শিল্পকলা একাডেমিতে এই চেক বিতরণ করা হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মর্জিনা আক্তারের সভাপতিত্বে চেক বিতরণী অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হবিগঞ্জের জেলা প্রশাসক কামরুল হাসান। এ অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জের সাবেক পৌর মেয়র শহীদ উদ্দিন চৌধুরী।
অনুষ্টানে ২০১৮-১৯ অর্থবছরের আবেদনকারীদের মধ্য থেকে ১১৫ জনকে অনুদানের চেক প্রদান করা হয়। জেলা প্রশাসক কামরুল হাসান প্রধান অতিথির বক্তব্যে উপস্থিত শিক্ষার্থীদের নিজেরা আলোকিত হয়ে অন্যকে আলোকিত করার ব্রত নিয়ে লেখাপড়ায় মনোনিবেশ করার আহবান জানান।