হবিগঞ্জে কোনভাবেই বন্ধ করা যাচ্ছে না মোটরসাইকেল চুরি। শহরে প্রায় প্রতিদিনই কোন না কোন জায়গায় মোটরসাইকেল চুরি করছে একটি সংঘবদ্ধ চোর চক্র। পুলিশ, সাংবাদিক, অ্যাডভোকেট, ব্যবসায়ী ছাত্র কোন পেশার মানুষই এই সংঘবদ্ধ চোর চক্রের হাত থেকে রেহাই পাচ্ছেন না। গত ১০ জুলাই রাত সাড়ে আটটার দিকে হবিগঞ্জ শহরের শায়েস্তানগর এলাকার মুন জেনারেল হাসপাতালের নিচের আন্ডারগ্রাউন্ড থেকে সুজুকি ব্র্যান্ডের Suzuki Gixxer SF Carburetor মডেলের মোটরসাইকেলটি চুরি করে নিয়ে গেছে চুরেরা। মোটরসাইকেলটির নম্বর (ল ১১-৪৬৮৯) ছাই কালার। এ বিষয়ে মোটরসাইকেলের মালিক নাহিদ মিয়া হবিগঞ্জ সদর থানায় অভিযোগ দায়ের করেছেন।
জানা যায় , বানিয়াচং উপজেলার বাসিন্দা নাহিদ মিয়া নামের ওই যুবক তার ব্যবহৃত মোটরসাইকেলটি নিয়ে শহরের মোহনপুর এলাকায় তার বোনের বাসায় ঘুরতে এসেছিলেন। ঘটনার দিন বিকাল সাড়ে তিনটার দিকে ওই হাসপাতালের আন্ডারগ্রাউন্ডের গ্যারেজে তার ব্যবহৃত সাইকেলটি রেখে যান। এরপর রাত সাড়ে আটটার দিকে এসে দেখেন কে বা কারা তার মোটরসাইকেলটি চুরি করে নিয়ে গেছে।
পরবর্তীতে হাসপাতালের সিসি ক্যামেরা চেক করে দেখা যায়। ঘটনার সময় হালকা-পাতলা দেহের লম্বা এক যুবক মোবাইল ফোনে কথা বলতে বলতে গ্যারেজে প্রবেশ করে। এর কিছুক্ষণ পরেই সে মোটরসাইকেলটি চালিয়ে নিয়ে যায়। বিষয়টি সদর থানাকে অবগত করলে সদর থানার এসআই রুবেল দাস ঘটনাস্থল পরিদর্শন করে গেছেন।