নয় দফা দাবি’ আদায়ের লক্ষে সারা দেশের ন্যায় হবিগঞ্জে বিক্ষোভ কর্মসূচী ও সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা। বুধবার (৩১জুলাই) সকাল ১১টা থেকে দুুপুর ১টা পর্যন্ত এ কর্মসূচী পালন করে তারা। এ সময় বৃন্দাবন সরকারি কলেজ এবং পুরাতন পৌরসভা এলাকার চলাচলের রাস্তা অবরোধ করে রাখে শিক্ষার্থীরা।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট, হবিগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ খলিলুর রহমানের নেতৃত্বে পুলিশের একাধিক টীম এবং বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র সদস্যরা অবস্থান নেয়।
এ ঘটনায় দীর্ঘক্ষণ সড়ক বন্ধ থাকার পর হবিগঞ্জ আদালতের সিনিয়র আইনজীবি, সাংবাদিক এবং পুলিশের অনুরোধে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই দাবি আদায় না হওয়া আগ পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে দুপুর ১টায় ঘরে ফিরেছে শিক্ষার্থীরা।
আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশ্যে হবিগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ খলিলুর রহমান বলেন, ‘শিক্ষার্থীরা আমাদের সন্তান। আমরা চাই না তাদের কোন ধরনের ক্ষতি হোক। সবাই ঘরে ফিরে যাবে এটাই আমার বিশ্বাস।
হবিগঞ্জ আইনজীবি সমিতির সদস্য মোঃ নুরুল হক বলেন, ‘শিক্ষার্থীদের দাবি গ্রহন করার মত হয়ে থাকলে আমরা আশা করছি সরকার অচিরেই তা মেনে নিবে’। গুলজার আহমেদ নামে আরেক আইনজীবি বলেন, ‘শিক্ষার্থীরা আমাদের ভাই, ভাতিজা। তাদের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের দায়িত্ব। আমরা আশা করছি সরকার শীঘ্রই তাদের নায্য দাবি মেনে নিবে’।