হবিগঞ্জে আবারও বেপরোয়া কিশোর গ্যাং - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাFriday , 29 October 2021
আজকের সর্বশেষ সবখবর

হবিগঞ্জে আবারও বেপরোয়া কিশোর গ্যাং

Link Copied!

স্টাফ রিপোর্টার :  আবারও হবিগঞ্জ জেলা জুড়ে বেপরুয়া হয়ে উঠেছে কিশোর গ্যাং। জেলার কোন না কোন উপজেলায় প্রতিনিয়তই ঘটছে অঘঠন।

 

 

সিনিয়র-জুনিয়র দ্বন্ধ, সিগারেট খাওয়া, প্রভাব বিস্তারের জেরে হরহামেশা ধাওয়া-পাল্টা ধাওয়া, মারধর, সশস্ত্র হামলা, এমনকি খুন করতেও দ্বিধা করছেন না তারা। কিশোর গ্যাংয়ে জড়িতদের অধিকাংশই নিম্ন-মধ্যবিত্ত পরিবারের।

 

 

 

 

 

 

 

 

তথ্য অনুসন্ধানে জানা যায়, হবিগঞ্জ পৌর এলাকাসহ উপজেলায় ঘটে যাওয়া নানা কার্যকালাপ গুলোর শতকারা ৯৫ ভাগই কিশোর গ্যাংয়ের দ্বারা সংগঠিত হয়ে থাকে।

 

শহরের আনাচে-কানাচে ইভটিজিং বা বখাটেপনা, খুন, অপহরণ, চাঁদাবাজি,
ছিনতাই, মাদক কেনা-বেচা, ধর্ষণের মতো নৃশংস ঘটনায় জড়িয়ে পড়ছেন কিশোররা। এমনকি দলবেঁধে বিরোধীপক্ষের ওপরও হামলা করছেন
তারা।

 

জাতীয় পর্যায়ের পত্রিকা গুলোতে গত কয়েক বছর ধরে প্রায়শই খবরের শিরোনাম হচ্ছে ‘কিশোর গ্যাং’ এমন চক্রের সংখ্যা নেহাত কমও নয় হবিগঞ্জে।

 

 

কিশোর গ্যাংয়ের মাধ্যমে ঘটে যাওয়া কয়েকটি ঘটনার মধ্যে উল্লেখ যোগ্য হলো, গত ২১শে এপ্রিল বৃহস্পতিবার রাত ১০টায় তুচ্ছ  ঘটনাকে কেন্দ্র করে স্বপন মিয়া নামে এক ব্যক্তিকে হত্যা করে মাইনুল ও তার সহযোগী কয়েকজন কিশোর। এ ঘটনায় তাৎক্ষণিক মাইনুলকে পুলিশ গ্রেফতার করলেও ধরা-ছোয়ার বাইরে থেকে এর মদদ দাতা আরও
কয়েকজন।

 

গত ১১ ফেব্রুয়ারী বৃহস্পতিবার দুপুরে স্কুল থেকে বাসায় ফেরার পথে শহরের ঝিলপাড় এলাকায় জলি হালদার নামে এক শিক্ষিকাকে দিনে-দুপুরে ছুরিকাঘাত করে স্বর্ণালঙ্কার ও মোবাইলসহ টাকা-পয়সা ছিনিয়ে নিয়ে যায় একদল কয়েকজন কিশোর। এ সময় তাদের ছুরিকাঘাতে ওই শিক্ষিকা গুরুতর আহত হন।

 

ছিনতাইয়ের শিকার শিক্ষিকা জলি হালদার শহরের পুরানমুন্সেফী কোয়ার্টার এলাকার বিপ্লব রায়ের স্ত্রী ও স্টাফ কোয়ার্টার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা।

 

গত ৯আগস্ট হবিগঞ্জ সদর উপজেলার পশ্চিম ভাদৈ এলাকার সজলু মিয়ার পকিশোর আব্দুল কাইয়ূমকে বলাৎকারের অভিযোগে গ্রেফতার করে পুলিশ।

গত ১১ মার্চ বৃহস্পতিবার রাত সোয়া ১০টায় শহরের শ্যামলী বাগানবাড়ি এলাকা থেকে নিজাম উদ্দিন নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
করে পুলিশ। ধারণা করা হচ্ছে, এ হত্যাকান্ডটিও কিশোর গ্যাংদের মাধ্যমে সংগঠিত হয়েছে।

 

এর কিছুদিন আগে শহরের রাজনগর বৃন্দাবন কলেজ রোডে মিঃ বার্গার নামে ফাস্ট ফুডের দোকানে একদল কিশোর গ্যাং ভেতরে প্রবেশ করে এক কিশোরকে কুপিয়ে ক্ষত-বিক্ষত করে। পরে হামলার চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে আসামীদের ধরতে অভিযান চালায় পুলিশ, তবে অদ্য কেউ গ্রেফতার হয়নি।

 

হবিগঞ্জ শহরে দিনে-দুপুরে শাওলিন আক্তার নামে এক কলেজছাত্রীকে ছুরিকাঘাত করে
স্বর্ণের চেইন ছিনতাই করে নিয়ে যায় আরও কয়েকজন কিশোর। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।

 

গত ১৮ অক্টোবর হবিগঞ্জ ইনাতাবাদ এলাকার সাংবাদিক নুরুজ্জামান মানিকের পুত্র হবিগঞ্জ বিয়াম ল্যাবরেটরি স্কুলের দশম শ্রেনীর ছাত্র হাসিবকে পিটিয়ে রক্তাত্ব করে একদল কিশোর। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হলেও কোন পদক্ষেপ নেয়নি পুলিশ।

 

 

সর্বশেষ গত বুধবার সন্ধ্যায় চুনারুঘাট পৌর এলাকার উত্তর বাজারের ওয়াল্টন শো
রুমের সামনে কিশোর গ্যাংয়ের হামলার ঘটনা ঘটেছে।

 

এ ঘটনায় ৩ জন আহত হয়েছে। আহত ২ জনকে হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা
দেয়া হয়।  টিকটক, লাইকির মতো ভিডিও শেয়ারিং অ্যাপ  ব্যবহারে ঝুঁকে পড়ছেন কিশোর-তরুণরা।

 

এক্ষেত্রেও তৈরি হচ্ছে নতুন  নতুন গ্যাং। এসব গ্যাংয়ে থাকছে একাধিক মেয়ে সদস্য। তাদের দিয়ে তৈরি হচ্ছে আকর্ষণীয় ভিডিও।

 

সস্তা জনপ্রিয়তা পেতে না বুঝে এসব গ্যাংয়ে যুক্ত হচ্ছেন উঠতি বয়সী তরুণীরা। কিশোর গ্যাং নিয়ন্ত্রণে পুলিশ-প্রশাসনের আরও কঠোর তৎপরতা বাড়ানোর বিকল্প নেই বলে সচেতন মহল মনে করেন।