হবিগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ‘নয় দফা বাদি বাস্তবায়ন এবং নিহতদের বিচারের দাবিতে শুক্রবার (২আগস্ট) আন্দোলনকারী, দুর্বৃত্ত ও পুলিশের মাঝে ব্যাপক সংঘর্ষ হয়েছে। দীর্ঘ ৪ ঘন্টা ব্যাপী চলাকালীন সংঘর্ষে আহত হয়েছেন প্রায় ২ শতাধিক। আহতদের মাঝে কেউ কেউ হবিগঞ্জ সদর হাসপাতালে গেলেও গ্রেফতার আতঙ্কে বাকীরা প্রাইভেট হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
শুক্রবার বাদ জুমা পূর্বঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে শিক্ষার্থীরা জড়ো হয় হবিগঞ্জ শহরের কোর্ট মসজিদ এলাকায়। প্রায় আধা ঘন্টা চলাকালিন কর্মসূচীর পর সেখানে যোগ দেন হবিগঞ্জ জেলা বিএনপি, ছাত্রদল এবং যুবদলের নেতাকর্মীরা। হঠাৎ করে সবাই উত্তেজিত হয়ে ভাংচুর চালায় সরকারি-বেসরকারি স্থাপনায়। শুরু হয় পুলিশের সাথে নাশকতাকারীদের সংঘর্ষ। ৪ ঘন্টা চলাকালিন সংঘর্ষে হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের কার্যালয়ে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। দীর্ঘক্ষণ ধরে জ¦লতে থাকা আগুনে ভস্মীভূত হয় পুরো কার্যালয়।
দুর্বৃত্তদের হামলায় আহত হন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোঃ আবু জাহিরের ছোট ভাই বদরুল আলম, পথচারী, সাংবাদিক, পুলিশ। পরে একইভাবে শহরের টাউন হল রোড এলাকার সাবেক সংসদ সদস্য আব্দুল মজিদ খান ও বতর্মান সংসদ সদস্য আবু জাহিরের বাসার সামনে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। আগুনে মোটর বাইক, প্রাইভেট কারসহ ছোট বড় প্রায় ২০টি যানবাহন পুড়ে ছাই হয়ে যায়।
উত্তেজিতরা প্রায় ৩ ঘন্টা দখল করে রাখে ওই শহরের সুনামধন্য এমপি পাড়া খ্যাত ওই এলাকা। তবে তাৎক্ষনিক কোন আওয়ামী লীগের নেতাকর্মীরা ওই স্থানে ছিলেন না বলে জানা গেছে। পরে হবিগঞ্জ কালিবাড়ির মন্দিরের সিসি টিভি, নুসাইবা ট্রেডার্স (বেস্ট ইলেকট্রনিক্স এর শোরুম), সেন্টাল হসপিটাল এবং খাজা গার্ডেন সিটিতে ভাংচুর করে তারা। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে এক হাজারের উপরে টিয়ার শেল, রাবার বুলেট, গ্যাস নিক্ষেপ করে পুলিশ।
এদিকে, পুলিশের ছোড়া গুলিতে তিনকোনা পুকুড়পাড় এলাকায় আহত হন মোস্তাক নামে এক যুবক। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। সে হবিগঞ্জ পিডিবি অফিসের লাইনম্যান হিসেবে কাজ করত বলে জানা গেছে। তার বাড়ি সিলেটের টুকের বাজার এলাকায়। এ ছাড়াও সোহেল রানা নামে আহত আরেক যুবলীগ নেতার অবস্থাজনক বলে জানা গেছে।