হবিগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২০ উদযাপন উপলক্ষে আলোচনা সভা - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাTuesday , 8 September 2020
আজকের সর্বশেষ সবখবর

হবিগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২০ উদযাপন উপলক্ষে আলোচনা সভা

অনলাইন এডিটর
September 8, 2020 7:43 pm
Link Copied!

ছবি: জেলা প্রশাসনের কার্যালয়ের সম্মেলন কক্ষে সাক্ষরতা দিবসের আলোচনা সভা।

 

রিয়াজ রহমান : হবিগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২০ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

“কভিড-১৯ সংকট; সাক্ষরতা শিক্ষায় পরিবর্তনশীল শিখন – শেখানো কৌশল ও শিক্ষাবিদদের ভূমিকা” শীর্ষক দিবসটি উপলক্ষে জেলা পর্যায়ের কর্মসূচির আওতায় আজ সকাল ১১ ঘটিকায় জেলা প্রশাসনের কার্যালয়ের সম্মেলন কক্ষে সাক্ষরতা দিবসের আলোচনা সভা উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক জনাব মোহাম্মদ কামরুল হাসান। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, এই আন্তর্জাতিক সাক্ষরতা দিবসের গুরুত্ব পর্যালোচনার আলোকে আমাদের হবিগঞ্জ জেলাকে একটি মডেল জেলা হিসেবে উন্নতি করার জন্য জেলা প্রশাসন ও সরকার কাজ করে যাচ্ছে। করোনা কালে শিক্ষা ব্যবস্থার ব্যাপক পরিবর্তনের আওতায় হবিগঞ্জ জেলার প্রত্যেকটি উপজেলায় শিক্ষার্থীদের কাছে অনলাইন ক্লাসের মাধ্যমে পাঠদান অব্যাহত রয়েছে। পাশাপাশি কারিগরি শিক্ষায়ও জোর দেয়ার জন্য উপস্থিত সকলকে অবহিত করেন।

উক্ত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন, বৃন্দাবন সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব প্রফেসর দেওয়ান জামাল উদ্দিন চৌধুরী। আরও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিলো হবিগঞ্জ জেলার মান্যবর পুলিশ সুপার জনাব মোহাম্মদ উল্ল্যা। তিনি ব্যস্ত থাকার কারণে উনার প‌্রতিনিধী হয়ে জেলার অতিরিক্ত পুলিশ সুপার জনাব, মোঃ রবিউল ইসলাম উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন।

আলোচনা সভায় সঞ্চালনার ভূমিকায় ছিলেন, সদর উপজেলা নির্বাহী অফিসার জনাব, সাখাওয়াত হাসান রুবেল। সার্বিক অনুষ্ঠান ও আলোচনা সভাটিতে সভাপতিত্ব করেন হবিগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জনাব, উম্মে ইসরাত।

সভার সভাপতির বক্তব্যে উম্মে ইসরাত বলেন, যেহেতু এখন মুজিব বর্ষ তাই এই দিবসটির তাত্পর্য অনেক, তাই আগামীর সোনার ও সমৃদ্ধ দেশ গঠনে শতভাগ সাক্ষরতার বিকল্প নেই, এজন্য সরকারের পাশাপাশি সর্বস্তরের জনগণের সহযোগিতা প্রয়োজন।

এছাড়াও হবিগঞ্জ জেলার সরকারি বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, শিক্ষক, জেলা শিক্ষা অফিসার, এনজিও প্রতিনিধি এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।