উন্নয়ন, শান্তি ও নিরাপত্তার লক্ষ্যে দুর্নীতির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ এই প্রতিপাদ্যে আজ হবিগঞ্জে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস-২০২৩ র্যালী, আলোচনা সভা, মানববন্ধনসহ নানা কর্মসূচির মাধ্যমে পালিত হয়েছে।
শনিবার (৯ডিসেম্বর) সকালে হবিগঞ্জ জেলা প্রশাসনের নিমতলায় জাতীয় সংগীত পরিবেশনের সাথে জাতীয় পতাকা উত্তোলন, বেলুন উড্ডয়ন শেষে শহরে এক বর্নাঢ্য র্যালী বের করে জেলা প্রশাসন।
মানববন্ধন থেকে একটি র্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে আলোচনা সভায় মিলিত হয়।
কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক দেবী চন্দ। বক্তব্য রাখেন পুলিশ সুপার এস এম মুরাদ আলি, হবিগঞ্জ দুর্নীতি কমিশনের উপ-পরিচালক মোজাম্মিল হোসেন, সহকারি পরিচালক শোয়য়েব হোসেনসহ দুদকের কর্মকর্তা সহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন।