হবিগঞ্জে আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে মতবিনিময় সভা - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাFriday , 18 December 2020
আজকের সর্বশেষ সবখবর

হবিগঞ্জে আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে মতবিনিময় সভা

Link Copied!

এম.এ.রাজা :   “মুজিববর্ষের আহবান, দক্ষ হয়ে বিদেশ যান” এই প্রতিপাদ্য নিয়ে শুক্রবার( ১৮ই ডিসেম্বর) বেলা এগারটায়  জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে  আন্তর্জাতিক অভিবাসী দিবস ২০২০ উদযাপন উপলক্ষে পুরস্কার বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মর্জিনা আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৃন্দাবন কলেজের সম্মানিত অধ্যক্ষ জনাব দেওয়ান জামাল উদ্দিন চৌধুরী।

ছবি : অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মর্জিনা আক্তারের সভাপতিত্বে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়

সভায় আরো উপস্থিত ছিলেন পুলিশ সুপারের প্রতিনিধি, জেলা প্রশাসনের সহকারী কমিশনারবৃন্দ, জেলা শিক্ষা অফিসার, এনজিও প্রতিনিধি, শিক্ষক ও ছাত্র-ছাত্রীবৃন্দ। আলোচনা পর্ব শেষে উক্ত দিবস উপলক্ষে আয়োজিত রচনা প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।