জি কে ইউসুফ।। আন্তঃজেলা ডাকাত দলের দুই সদস্যকে গ্রেফতার করেছে সদর মডেল থানার একদল পুলিশ।
গত সোমবার (২২মার্চ) রাত সাড়ে এগারটায় ধুলিয়াখাল- মিরপুর রোডের নোয়াবাদ নামক স্থানে ডাকাতির প্রস্তুতিকালে সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুক আলীর নেতৃত্বে অভিযান চালিয় তাদের কে গ্রেফতার করা হয়।
তারা বাহুবল উপজেলার কাজির হাট গ্রামের মৃত সন্জব আলীর পুত্র মনির মিয়া ( ২৫ ) ও একই গ্রামের মৃত আমান উল্লার ছেলে মানিক মিয়া (২৫) ।
এসময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত রাম দা, লোহার রড, নাইলন রশি, টর্চলাইট ইত্যাদি পাওয়া যায়। সাথে থাকা আরও ৩/৪ জন ডাকাত পালিয়ে যায়।
গ্রেফতারকৃত ডাকাতদের বিরুদ্ধে বাহুবল থানা ও হবিগঞ্জ থানাতে একাধিক ডাকাতি মামলা রয়েছে। গ্রেফতার কৃত ডাকাত ও পলাতক ডাকাতদের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে।