এম এ রাজা : হবিগঞ্জ সদর থানা পুলিশ ও মৌলভীবাজার গোয়েন্দা পুলিশের যৌথ অভিযানে আন্তঃজেলা গাড়ি চোর চক্রের ৩ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
গত ৯ অক্টোবর শনিবার সকাল ৮টার সময় জসিম মিয়ার সাদা রঙের একটি প্রাইভেটকার যার রেজিস্ট্রেশন নং ঢাকা মেট্রো (গ) ১০৭৫৯২ গাড়িটি মোহনপুর আবাসিক এলাকার তার বসত ঘরের সামনে থেকে চুরি করে নিয়ে যায়। পরে অনেক খোঁজাখুঁজি করে গাড়িটি না পেয়ে হবিগঞ্জ সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেন ভুক্তভোগী জসিম মিয়া।

ছবি : আন্তঃজেলা গাড়ি চোর চক্রের ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ
পরবর্তীতে হবিগঞ্জ সদর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে চুরি হওয়া গাড়িটি মৌলভীবাজার থানার সামনে একটি ওয়ার্কসপে মেরামত করার জন্য নেওয়া হয়েছে। পরে হবিগঞ্জ সদর থানার এসআই সজীব মিয়া ও এসআই নাজমুল হক মৌলভীবাজার গোয়েন্দা পুলিশকে সাথে নিয়ে গত মঙ্গলবার (১৯অক্টোবর) রাত ৩টার সময় অভিযান চালিয়ে চুরি হওয়া গাড়িসহ অন্তঃজেলা গাড়ি চোর চক্রের ৩ সদস্যকে গ্রেপ্তার করে।
গ্রেফতারকৃতরা হলো শ্রীমঙ্গল ভৈরব বাজারের বাসিন্দা হায়দার আলীর ছেলে আনোয়ার ওরফে বড় আনোয়ার, মৌলভীবাজার কলির গাও গ্রামের বাসিন্দা আব্দুর রশিদের ছেলে নুরুল ইসলাম, ও অন্ত বিভাগীয় গাড়ি চক্রের সদস্য মৃত আমির মিয়ার ছেলে আলামীন। গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় তাদের বিরুদ্ধে দশ থেকে বারটি করে মামলা আছে।
বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জ সদর থানার এসআই সজীব মিয়া।