হবিগঞ্জে আজ থেকে নতুন বই বিতরণ শুরু - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাSunday , 1 January 2023
আজকের সর্বশেষ সবখবর

হবিগঞ্জে আজ থেকে নতুন বই বিতরণ শুরু

Link Copied!

বিদায় নিয়েছে ২০২২। এসেছে নতুন বছর ২০২৩। টানা ১১ বছর দেশে উৎসব করে বছরের প্রথম দিন প্রাথমিক ও মাধ্যমিকের শিক্ষার্থীদের হাতে বিনা মূল্যে পাঠ্যবই তুলে দেওয়া হচ্ছিল। কিন্তু করোনার কারণে গত দুই বছর এই উৎসবে ছেদ পড়ে।

করোনা নিয়ন্ত্রণে থাকায় এবার নতুন শিক্ষাবর্ষের প্রথম দিনে হবিগঞ্জ জেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে উৎসব করে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়ার উদ্যোগ নেয়া হয়েছে।

এবার হবিগঞ্জ জেলায় সকল স্তরের মোট বইয়ের চাহিদা ৩১ লক্ষ ২ হাজার ৬৭৯ এবং সকল স্তরের মোট নতুন বই পাবে ২৩ লক্ষ ২ হাজার ৬৪৯। বছরের প্রথম মাসেই সকল শিক্ষা প্রতিষ্ঠানে বই বিতরণ কার্যক্রম শেষ হবে জেলা শিক্ষা অফিস।

আজ রবিবার (১ জানুয়ারি) হবিগঞ্জ জেলার সকল উপজেলায় বছরের প্রথম দিন থেকে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া শুরু হহবে।

জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ রুহুল্লাহ জানান, আজ রবিবার সকাল থেকে শহরের সরকারী উচ্চ বিদ্যালয়, বিকেজিসি সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়, বিয়াম ল্যাবরেটরি স্কুল, হবিগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় ও হবিগঞ্জ হাই স্কুল এন্ড কলেজে অনুষ্ঠানিকভাবে নতুব বই বিতরণ করা হবে।

তিনি আরো বলেন, শিক্ষার্থীদের জন্য বছরের অন্যতম একটি আনন্দের দিন। কারণ এই দিনে বই উৎসবে মেতে ওঠে কোমলমতি শিক্ষার্থীরা। আকাশে-বাতাসে বেজে উঠে তাদের আনন্দের প্রতিধ্বনি।

কোন শিক্ষক যাতে নতুন বই বিতরণের নামে শিক্ষার্থীদের কাছ থেকে টাকা না নেন, সেজন্য নির্দেশনা দেয়া হয়েছে। যদি কোন শিক্ষকের বিরুদ্ধে এমন অভিযোগ পাওয়া যায় তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি ।