হবিগঞ্জে আইজিপি কাপ জাতীয় যুব কাবাডি প্রতিযোগিতার উদ্বোধন - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাSaturday , 6 November 2021
আজকের সর্বশেষ সবখবর

হবিগঞ্জে আইজিপি কাপ জাতীয় যুব কাবাডি প্রতিযোগিতার উদ্বোধন

Link Copied!

সদর প্রতিনিধিঃ  হবিগঞ্জে আইজিপি কাপ ২০২১ জাতীয় যুব (বালক-বালিকা) অনুর্ধ্ব-১৯ জেলা পর্যায়ে কাবাডি প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। শনিবার (৬নভেম্বর) দুপুরে জালাল স্টেডিয়ামে জেলা পুলিশ ও জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

 

এতে প্রধান অতিথি হিসেবে উপস্হিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) শৈলেন চাকমা। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মাহমুদুল হাসান, জেলা ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ, বিভিন্ন থানার অফিসার ইনচার্জ ও গন্যমান্য ব্যক্তিবর্গ।

 

 

 

 

 

 

 

 

 

 

ছবি : হবিগঞ্জে আইজিপি কাপ জাতীয় যুব কাবাডি প্রতিযোগিতার উদ্বোধন করা হযেছে

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

উদ্বোধন শেষে প্রধান অতিথি খেলোয়াড়দের সাথে পরিচিত হন। তিনি বলেন, জাতীয় খেলা হিসেবে কাবাডি খেলা গ্রামগঞ্জের একটি ঐতিহ্যবাহী খেলা। তিনি আরো বলেন, খেলাধূলা থাকলে দাঙ্গা-হাঙ্গামা হবে না। যুবকরা মাদক সেবন করবে না। শরীর স্বাস্থ্য ভাল থাকবে। উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় হবিগঞ্জ সদর উপজেলা বনাম মাধবপুর উপজেলা। উক্ত খেলায় হবিগঞ্জ সদর উপজেলা জয়ী হয়।